Adhir Ranjan Chowdhury

অধীরের নিশানায় ভাইপো

তৃণমূলের মধ্যে রাজনৈতিক দেউলিয়াপনা দেখা দিয়েছে বলেই দলের কর্মীদের উপর আর ভরসা করতে পারছেন না দলনেত্রী। তাই এখন সব চিত্র তারকাদের প্রার্থী করছেন বলে তীব্র কটাক্ষ করেন অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ০৫:৩৮
Share:

ভোটের প্রচার জোরকদমে। পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

এবার অধীর চৌধুরীর ক্ষোভের মুখে পড়লেন জঙ্গিপুরের এক “ভাইপো”। দলীয় নির্বাচনী সভায় এসে শুক্রবার তার বাড়ির পাশেই সভা করে ভাইপোকে বেইমান বলে চিহ্নিত করে তার সম্পর্কে সাবধান করে দিলেন মানুষকে।

Advertisement

টাকার লোভে ভাইপো বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে এমনটাই অভিযোগ তুলে অধীর বলেন, “এবার ভোটে জিতলে পরিস্থিতি সেরকম হলে সেই ভাইপো যে বিজেপির কাছে নিজেকে বিক্রি করে দেবেন না তার কোনও নিশ্চয়তা নেই। তাই ভাইপোকে এবারে ভোট না দিয়ে তার বেইমানির জবাব দিতে জঙ্গিপুরবাসীর কাছে আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

অধীর বলেন, “ভাইপোর বাবা ছিলেন একজন নিষ্ঠাবান কংগ্রেস কর্মী। পাঁচ পাঁচবার বিধায়ক হয়েছেন। তাই ভাইপোর উপর ভরসা রেখেই তাকে দু দু বার প্রার্থী করে জিতিয়ে এনেছিল কংগ্রেস। সেই ভাইপো নিজেকে বিকিয়েছে টাকার লোভে। এখনও সেই ভাইপো বিধায়ক হয়ে কংগ্রেসের প্রতীক বয়ে বেড়াচ্ছেন। তার নিয়ত সাফ নেই বলেই সেদিন কংগ্রেস দলের বিধায়ক পদ ছেড়ে তৃণমূলে যাওয়ার ক্ষমতা দেখান নি। এ জেলায় এমন ভাইপোর সংখ্যা আছে আরও। তাদের উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে এবারে।”

Advertisement

তৃণমূলের মধ্যে রাজনৈতিক দেউলিয়াপনা দেখা দিয়েছে বলেই দলের কর্মীদের উপর আর ভরসা করতে পারছেন না দলনেত্রী। তাই এখন সব চিত্র তারকাদের প্রার্থী করছেন বলে তীব্র কটাক্ষ করেন অধীর চৌধুরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement