Kandi

কান্দি গোকর্ণে কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৫০

কান্দি ব্লকের স্বাস্থ্য আধিকারিক উজ্জ্বল চন্দ্র জানিয়েছেন, খাদ্যে বিষয়ক্রিয়া থেকেই এই ৫০জন অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত চিকিৎসা শুরু করায় বেশির ভাগই সুস্থ হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কান্দি শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৬:৩০
Share:

প্রসাদ খেয়ে অসুস্থ। নিজস্ব চিত্র।

কান্দি থানার কালীগ্রাম হিসেবে পরিচত গোকর্ণে সোমবার রাতে বেনেপাড়ার কালীপুজো প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৫০জন। চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয়েছে গোকর্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে অসুস্থদের দেখতে যান কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার ।

Advertisement

কান্দি ব্লকের স্বাস্থ্য আধিকারিক উজ্জ্বল চন্দ্র জানিয়েছেন, খাদ্যে বিষয়ক্রিয়া থেকেই এই ৫০জন অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত চিকিৎসা শুরু করায় বেশির ভাগই সুস্থ হয়েছেন।

কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার জানান, সোমবার রাত থেকেই চিকিৎসক ও নার্সরা তৎপরতার সঙ্গে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। মঙ্গলবার সকাল থেকেই গ্রামে মেডিক্যাল টিম পৌঁছে যায়। গ্রামে আর কেউ অসুস্থ ছিলেন কিনা খোঁজ নেন তাঁরা। প্রয়োজন মতো ওষুধও দেওয়া হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন পার্থপ্রতিম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement