Rapist

অশ্লীল ভিডিয়ো দেখিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ, ২০ বছরের কারাদণ্ড কান্দির শিক্ষকের

নাবালিকার মা জানিয়েছেন, তাঁর মেয়ে সপ্তম শ্রেণির পড়ুয়া। তাকে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছেন ওই গৃহশিক্ষক। মেয়ে বাড়িতে তা জানানোর পর পুলিশে অভিযোগ করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৮:০৮
Share:

কান্দিতে নাবালিকা ছাত্রীকে ধর্ষণে গৃহশিক্ষকের ২০ বছরের জেল। — নিজস্ব ছবি।

নাবালিকা ছাত্রীকে বাড়িতে পড়ানোর সময় অশালীন ভিডিয়ো দেখিয়ে ধর্ষণ করায় এক গৃহশিক্ষককে ২০ বছরের জেলের সাজা দিল মুর্শিদাবাদের কান্দি মহকুমা আদালত। ২০২০-র ৫ জানুয়ারি কান্দি থানায় নির্যাতিতা ছাত্রীর মা অভিযোগ দায়ের করেন। তার পরেই গ্রেফতার হন ওই শিক্ষক।

Advertisement

সপ্তম শ্রেণির পড়ুয়া ছাত্রীর মায়ের অভিযোগ, বাড়িতে মেয়েকে পড়ানোর সময় মাঝেমধ্যেই অশালীন ভিডিয়ো দেখাতেন ওই শিক্ষক। তা দেখিয়ে দিনের পর দিন মেয়েকে ধর্ষণও করতেন হাজারপাড়া নবগ্রাম এলাকার বাসিন্দা ওই গৃহশিক্ষক। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে ১৮ ফেব্রয়ারি অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার পর জেল হেফাজতেই ছিলেন তিনি।

গত ২৩ নভেম্বর কান্দি স্পেশাল কোর্টের বিচারক সোমা মজুমদার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশও দিয়েছে আদালত। অনাদায়ে আরও চার বছরের জেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement