police

স্ত্রীর সঙ্গে নৈশভ্রমণে বেরিয়ে চাপড়ায় গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশিপাড়ার রাধানগরের বাসিন্দা নিলয় বিশ্বাস ওই পুলিশ কর্মী বড় আন্দুলিয়ায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ২৩:২৬
Share:

প্রতীকী ছবি।

স্ত্রীর সঙ্গে নৈশভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক পুলিশ কর্মী৷ বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাপড়া থানার বড় আন্দুলিয়া এলাকায়, একটি পেট্রোল পাম্পের কাছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশিপাড়ার রাধানগরের বাসিন্দা নিলয় বিশ্বাস ওই পুলিশ কর্মী বড় আন্দুলিয়ায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে। রাত নটা নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে হাঁটছিলেন নিলয়। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ৷ গুলির আওয়াজ পেয়ে পেট্রোল পাম্পের কর্মীরা ছুটে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয় ৷ এর পর পেট্রোল পাম্পের কর্মীরা নিলয়কে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠায়।

জখম নিলয়কে চাপড়া গ্রামীণ হাসপাতাল থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement