—প্রতিনিধিত্বমূলক ছবি।
নিয়ম না মেনে সার বিক্রির অভিযোগে এক সার বিক্রেতার লাইসেন্স সাসপেন্ড বাতিল করল কৃষি দফতর। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে ওই সার বিক্রেতার নাম অসিত মণ্ডল। অনির্দিষ্টকালের জন্য লাইসেন্স বাতিল করা হয়েছে।
মহকুমা সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) আনিকুল ইসলাম বলেন, ‘‘ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার ১৯৮৫ অনুয়ায়ী একাধিক বেনিয়মের অভিযোগে অনির্দিষ্ট সময়ের জন্য ওই সার বিক্রেতার লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।’’
যদিও ওই সার বিক্রেতা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। নওদা ব্লকের সারের দোকান মালিক সংগঠনের সভাপতি তাজ আলি মণ্ডল বলেন, ‘‘শুনেছি এক জনের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেব আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে।’’ জেলা উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) মোহনলাল কুমার বলেন, ‘‘সারের পর্যাপ্ত জোগান রয়েছে। সারের দাম বেশি নেওয়া সহ অনিয়মের অভিযোগ প্রমাণিত হলেই যথাযথ পদক্ষেপ করা হচ্ছে। জেলা ও মহকুমা স্তরে টাস্ক ফোর্স তৈরি হয়েছে।’’