fake doctor

Fake Doctor: কল্যাণী থেকে এ বার ভুয়ো চিকিৎসক আটক

শুক্রবার দুপুরে পুলিশ তাঁকে কল্যাণীর ‘এ’ ব্লকের একটি ওষুধের দোকান থেকে আটক করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ২১:৪৬
Share:

নিজস্ব চিত্র

এ বার ভুয়ো চিকিৎসকের সন্ধান পাওয়া গেল নদিয়ার কল্যাণীতে। শুক্রবার একটি ওষুধের দোকানের চেম্বার থেকে এআর ফারুকি নামে ওই ভুয়ো চিকিৎসককে আটক করে পুলিশ। ফারুকির বিরুদ্ধে অভিযোগ, একাধিক ডিগ্রির কথা বললেও সেগুলি সবই ভুয়ো। একটি ডিগ্রিও তাঁর নেই।

Advertisement

পুলিশ জানিয়েছে, ফারুকি নিজেকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট পরিচয় দিয়ে অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা চালাচ্ছিলেন বলে অভিযোগ। শুক্রবার দুপুরে পুলিশ তাঁকে শহরের ‘এ’ ব্লকের একটি ওষুধের দোকান থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে, ওই চিকিৎসক নিজেকে এমডি থেকে শুরু করে ডিএনবি ডিগ্রি-সহ একাধিক বিদেশি ডিগ্রির অধিকারী বলে দাবি করতেন। প্রেসক্রিপশনে সে কথা লেখাও থাকত। কিন্তু এ সবই ভুয়ো। আপাতত তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement