—নিজস্ব চিত্র।
বাড়িতে লক্ষ্মীপুজো। পুজোর জন্য গঙ্গায় জল আনতে গিয়ে তলিয়ে গেল দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের শমসেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে উপস্থিত স্থানীয়েরা চেষ্টা করেও ওই শিশুটিকে উদ্ধার করতে পারেননি। খবর দেওয়া হয় পুলিশে। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল। বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি ও স্থানীয় মৎস্যজীবীরা শিশুটির খোঁজে গঙ্গায় তল্লাশি চালাচ্ছেন।
পরিবার সুত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাড়ির লক্ষ্মী পুজোর জন্য জল নিতে এসে গঙ্গায় তলিয়ে যায় ওই শিশু। স্থানীয়দের দাবি, দু’জন সমবয়সি শিশু একসঙ্গে গঙ্গায় জল ভরতে এসেছিল। তাদের মধ্যে এক জনের জুতো জলের তোড়ে ভেসে যাওয়ার সময় সেই জুতোটি আটকানোর চেষ্টা করে সুরজিৎ দাস নামে আট বছর বয়সি আর এক শিশু। জলের তোড়ে তৎক্ষণাৎ শিশুটি ভেসে যায়। ঘাটে উপস্থিত স্থানীয়েরা শিশুটিকে আটকানোর চেষ্টা করলেও সক্ষম হননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শিশুটির বাড়ি শমসেরগঞ্জ থানার ধুলিয়ানের শিবমন্দির কাহারপারা এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশের পাশাপাশি কাঞ্চনতলা গঙ্গাঘাটে ছুটে আসে শমসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম নিজে উপস্থিত থেকে শিশুটির খোঁজ চালানোর চেষ্টা করছেন।
শিশুটির পরিবারের সদস্য রাহুল দাস বলেন, ‘‘গঙ্গার ঘাটে জল ভরতে গিয়েছিল। উপস্থিত এখানকার লোকজন বলছে, জুতো কুড়োতে গিয়ে জলের টানের তলিয়ে গিয়েছে।’’