—নিজস্ব চিত্র।
খালের ধারে খেলা করছিল তিন শিশু। তাদের ফিডার ক্যানেলে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক জওয়ানের বিরুদ্ধে। রবিবার বিকেলে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার মালঞ্চা সিআইএসএফ ঘাটে ঘটনাটি ঘটে। পরে ওই তিন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় শমসেরগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো রবিবারও ফিডার ক্যানেলের ধারে খেলা করছিল মালঞ্চা বাগানবাড়ি এলাকার তিন শিশু। অভিযোগ, সেই সময় এক জওয়ান তাদের খালের জলে ফেলে দেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত জওয়ান মত্ত অবস্থায় ছিলেন। স্থানীয়েরাই জলে নেমে তিন শিশুকে উদ্ধার করেন। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ‘নিগ্রহের শিকার’ এক শিশুর অভিভাবক শমসের আলি বলেন, ‘‘বাচ্চারা ক্যানেলের ধারে খেলা করছিল। সেই সময় এক মত্ত জওয়ান ওদের ধরে জলে ফেলে দেয়। ওখানে কেউ না থাকলে তিন শিশুই মারা যেতে পারত। দোষীর উপযুক্ত শাস্তি চাই।’’
এলাকায় বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌছন শমসেরগঞ্জ থানার পুলিশ এবং সিআইএসএফের উচ্চ পদস্থ আধিকারিকেরা। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভিজি সতীশ বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। খোঁজখবর করা হচ্ছে।’’