Death

কান্দিতে আত্মঘাতী ব্যবসায়ী, লকডাউনে ব্যবসায় মন্দার জেরে অবসাদ বলে দাবি

সোমবার কান্দির লিচুতলার বাসিন্দা তুষার কর্মকার (৫০)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লিচুতলা বাজারে তাঁর একটি ঘড়ির দোকান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কান্দি শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৫:৫২
Share:

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তুষার কর্মকারকে। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার কান্দিতে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের পরিবারের দাবি, লকডাউনের জেরে ব্যবসায় মন্দার কারণেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সোমবার বেলা ১২টা নাগাদ কান্দির লিচুতলার বাসিন্দা তুষার কর্মকার (৫০)-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লিচুতলা বাজারে তাঁর একটি ঘড়ির দোকান রয়েছে। তুষারের ভাই অজিত কর্মকার বলেন, ‘‘দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল দাদা। একে লকডাউনের জেরে ব্যবসায় মন্দা ছিল, তার উপর বছরখানেক আগে ঋণ করে একটি অস্ত্রোপচার করান তিনি। কিন্তু সেই টাকা শোধ করতে পারেননি।’’

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তুষারের পরিবারের সদস্যদেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement