Boy died in Murshidabad

মাছ চুরি আটকাতে পুকুরে বিদ্যুতের তারের বেড়া, হাত দিয়ে প্রাণ গেল সাত বছরের প্রতিবেশী শিশুর

মৃত শিশুর নাম নুর সাইদ শেখ। তড়িতাহত ওই শিশুকে তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুনের অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হরিহরপাড়া (মুর্শিদাবাদ) শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৭
Share:

—প্রতীকী চিত্র।

নিয়মিত মাছ চুরি আটকাতে বিদ্যুতের তারের বেড়া দেওয়া হয়েছিল পুকুরের চারপাশে। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল প্রতিবেশীর বছর সাতেকের শিশুর! মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুরের ঘটনা। মৃত শিশুর নাম নুর সাইদ শেখ। তড়িতাহত ওই শিশুকে তড়িঘড়ি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুনের অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রুকুনপুরের উত্তরপাড়ার বাসিন্দা রমজান আলি তাঁর পুকুরের চারপাশে সম্প্রতি বিদ্যুতের তারের বেড়া দিয়েছিলেন। সোমবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার সময় সেই তারে হাত দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় নুর। এই ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মৃত শিশুর পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রমজানের পরিবারের দাবি, শেয়ালের অত্যাচার থেকে বাঁচতে শুধু রাতেই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হত। ভুলবশত সোমবার সকালেও তারটি বিদ্যুৎ সংযোগ ছিল। ওই পরিবারের সদস্য রোজিনা বিবি বলেন, ‘‘রাতে শেয়ালের উপদ্রব আটকাতেই এই ব্যবস্থা করা হয়েছিল। সকালে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়।’’ পাল্টা মৃত শিশুর আত্মীয় রফিক শেখ বলেন, ‘‘রাতে দিনে কখনওই এ ভাবে চারপাশে বিদ্যুতের তারের বেড়া দেওয়া যায় না। এটা কোনও দুর্ঘটনা নয়, খুন। দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়।’’

Advertisement

মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। ঘটনার কথা জানানো হয়েছে বিদ্যুৎ দফতরকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement