—প্রতীকী ছবি।
পণের দাবিতে বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার ঘোষপাড়া গ্রামে। মৃতার নাম ফিরদৌসি খাতুন । ইতিমধ্যেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতা বধূর পরিবারের লোকজন। স্বামী-সহ শ্বশুর এবং শাশুড়ি পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া এলাকার যুবক মাসুম মোল্লার সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়। এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাঁদের। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবি করতেন মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা। ফিরদৌসির উপর চলত অত্যাচার। শনিবার রাতে ফিরদৌসির বাপের বাড়িতে খবর যায় যে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর অসুস্থ। এর পরেই ওই বধুর পরিবারের লোকজন ডোমকল হাসপাতালে পৌঁছে যায়। বধূর পরিবারের লোকজন হাসপাতালের পৌঁছনোর আগেই প্রাণ হারায় ফিরদৌসি। ফিরদৌসিকে শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। ইতিমধ্যেই জলঙ্গি থানায় ফিরদৌসির শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
ডোমকলের এসডিপিও শেখ সামসুদ্দিন বলেন, ‘‘ইতিমধ্যেই বধূর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’’