Boy died in Nadia

দোলনায় দুলতে দুলতে গলায় পেঁচিয়ে গেল দড়ি! রানাঘাটে শ্বাসরুদ্ধ হয়ে ৮ বছরের শিশুর মৃত্যু

স্থানীয় সূত্রের খবর, মৃত বালকের নাম দেবজ্যোতি পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানাঘাট-২ ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সবুজপল্লির বাসিন্দা বিশ্বজিৎ পালের একমাত্র সন্তান দেবজ্যোতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:০৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ির সামনে বেলগাছে বাঁধা দোলনায় দুলছিল ৮ বছরের শিশু। হঠাৎ দুর্ঘটনা। দোলনার দড়ি গলায় জড়িয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল শিশুটির। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানা এলাকায়। ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়েছে শিশুর পরিবার।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, মৃত বালকের নাম দেবজ্যোতি পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানাঘাট-২ ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সবুজপল্লির বাসিন্দা বিশ্বজিৎ পালের একমাত্র সন্তান দেবজ্যোতি। সোমবার বিকেলে বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। তখনই দুর্ঘটনা হয়। গলায় দোলনার দড়ি পেঁচানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পরিবারের লোকজন। তখন সংজ্ঞাহীন ছিল শিশুটি। ওই অবস্থায় তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মঙ্গলবার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

বিশ্বজিতের একটি মুদির দোকান রয়েছে। ঘটনার সময় দোকানে ছিলেন তিনি। সন্তানের মৃত্যুতে হতবাক যুবক বলেন, ‘‘কী থেকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। আমরা কী নিয়ে বাঁচব?’’ কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির মা। এমন ঘটনায় শোকসন্তপ্ত গোটা গ্রাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement