লক্ষ্মী পুজোর মেলা দেখে বাড়ি ফিরতে একটু রাতই হয়ে গিয়েছিল ওদের।
পা চালিয়ে গ্রামের পথে ফেরার সময়ে জনা কয়েক মদ্যপ যুবকের শ্লীলতাহানির শিকার হলেন কান্দির পুরন্দরপুরের পাঁচ তরুণী। ওই ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করলেও বাকিদের খোঁজ মেলেনি।
গ্রাম সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় পুরন্দরপুর ওই পাঁচ জন টোটোয় চেপে লাগোয়া মনোহরপুর গ্রামে লক্ষ্মী পুজোর মেলা ও বিসর্জন দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরতে বেজে গিয়েছিল প্রায় সাড়ে দশটা। ওই টোটোয় চেপেই ফিরছিলেন তাঁরা। অভিযোগ, মাঝ রাস্তায় জনা দশেক মদ্যপ যুবক ওই তরুণীদের পিছু ধাওয়া করে। উত্ত্যক্ত করার পাশাপাশি চলতে থাকে হাত ধরে টানাটানির চেষ্টা। টোটো চালকও ওই তরুণীদের সঙ্গে এক যোগে প্রতিবাদ করতে থাকেন। তবে লাভ হয়নি।
টোটো চালককে বেধড়ক মারধর শুরু করে তারা। সেই সময় ওই তরুণীরা বাধা দিতে নামেন। এতে ওই যুবকেরা যুবতীদের মারধরও করে বলে অভিযোগ। তাদের পোশাক ধরে টানাটানি করে। বেশ খানিকক্ষণ ধরে এমনটা চলতে থাকার পর বিষয়টি পথচারীদের গোচরে আসে। রাতেই ঘটনাটি জানতে পারে পুলিশ। অবশ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ওই যুবকেরা এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশ তাদের উদ্ধার করে কান্দি হাসপাতালে নিয়ে যায়। রাতেই বিক্রম মণ্ডল নামে ঘনশ্যামপুরের এক যুবককে গ্রেফতার করে।