Fake currency

Fake Note: ফরাক্কায় তিন লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার দুই

জানা গিয়েছে, ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে নিউ ফরাক্কা স্টেশনের দিকে যাচ্ছিলেন অভিযুক্তেরা। সে সময়ই তাঁদের পথ আটকায় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফরাক্কা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৩
Share:

উদ্ধার হওয়া জাল নোট। নিজস্ব চিত্র।

তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। সোমবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয়েছে জাল নোটগুলি। ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে নিউ ফরাক্কা স্টেশনের দিকে যাচ্ছিলেন অভিযুক্তেরা। সে সময়ই তাঁদের পথ আটকায় পুলিশ। তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে মোট তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। সে গুলিই সবই ছিল ৫০০ টাকার নোট।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম টিঙ্কু সিংহ (৩৯) এবং বাবু রাম (৪৫)। তাঁদের বাড়ি পঞ্জাবে। ধৃতদের জেরা করে পুলিশ জেনেছে, কালিয়াচক থেকে জাল নোট নিয়ে পঞ্জাব পৌঁছনো উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। ট্রেন ধরতেই নিউ ফরাক্কা স্টেশন যাচ্ছিলেন তাঁরা। সে সময়ই তাঁদরকে জালনোট-সহ ধরে পুলিশ। মঙ্গলবার তাঁদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। এই পাচারের সঙ্গে কারা জড়িত তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement