Parrot

তোতা পাখির পাচার রুখে দিল বিএসএফ, উদ্ধার ১২১টি পাখি

বিএসএফ সূত্রে খবর, সীমান্তের কাছে তিন জনকে দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাঁদের পিছু ধাওয়া করতেই ওই তিন ব্যক্তি জঙ্গলের দিকে পালান। এর পরেও এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নদিয়া শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ২২:৪৮
Share:

নিজস্ব চিত্র।

বাংলাদেশ সীমান্তে তোতা পাখির পাচার রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বিএসএফের ৮৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের টহলদারির সময় ১২১টি তোতা পাখি উদ্ধার হয়।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, সীমান্তের কাছে তিন জনকে দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাঁদের পিছু ধাওয়া করতেই ওই তিন ব্যক্তি জঙ্গলের দিকে পালান। এর পরেও এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয় তোতা পাখি।

উদ্ধার হওয়া পাখিগুলিকে তেহট্টের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএফএসের এক আধিকারিক বলেন, ‘‘সীমান্তে চোরা কারবার রুখতে কড়া পদক্ষেপ করা হচ্ছে। আমাদের এলাকা থেকে কোনও মতেই চোরাচালান হতে দেব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement