কামান দেগে অসুস্থ

তাঁদের মধ্যে সৌরভ হোসেন, রাইহানা বিবি ও সুমন পালকে আমতলা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জ্বর, বমিভাব, মাথা ও শরীর ব্যথার উপসর্গ দেখা দিয়েছে গ্রামীণ সম্পদ কর্মীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৯ ০২:২২
Share:

প্রতীকী ছবি।

মশা নিধনে রাসায়নিক স্প্রে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১২ জন গ্রামীণ সম্পদ কর্মী।

Advertisement

শুক্রবার ঘটনাটি ঘটেছে নওদার বুন্দাইনগর গ্রামে। রায়পুর গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীদের সুপারভাইজার ঝিলিক হালদার বলেন, ‘‘ডেঙ্গি কবলিত বুন্দাইনগর গ্রামে গত কয়েক দিন ধরে মশার লার্ভা নষ্ট করতে এবং মশা নিধনে সকাল ও সন্ধ্যায় রাসায়নিক ধোঁয়া স্প্রে করার কাজ চলছে। গ্রামে ১৫ জনের একটি দল ওই কাজ করছেন। তাঁদের মধ্যে ১২ জন এ দিন অসুস্থ হয়ে পড়েন।’’

তাঁদের মধ্যে সৌরভ হোসেন, রাইহানা বিবি ও সুমন পালকে আমতলা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জ্বর, বমিভাব, মাথা ও শরীর ব্যথার উপসর্গ দেখা দিয়েছে গ্রামীণ সম্পদ কর্মীদের। নওদার ব্লক স্বাস্থ্য আধিকারিক মুকেশ সিং জানান অসুস্থদের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, নওদা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গত কয়েক দিন ধরে ডেঙ্গি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত জেলার মধ্যে সবচেয়ে বেশি নওদা ব্লকে ডেঙ্গি রোগীর সন্ধান মিলেছে। তা সত্ত্বেও আমতলা গ্রামীন হাসপাতাল চত্বরের নোংরা-আবর্জনার হাল দেখে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। বিএমওএইচ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement