Murshidabad

১১ কুইন্টালের বেশি গাঁজা আটক মুর্শিদাবাদে, আটক লরির চালক ও খালাসি

গাঁজা ভর্তি ওই লরিটিকে আটকায় পুলিশ। উদ্ধার হয় ১০টি গাঁজার প্যাকেট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বড়ঞা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৫:৪৮
Share:

আটক হওয়া গাঁজার প্যাকেট। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদের বড়়ঞায় একটি ১০ চাকার লরি থেকে পুলিশ উদ্ধার প্রায় ১১ কুইন্টাল গাঁজা উদ্ধার করল। ওই লরির চালক ও খালাসিকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হলদিয়া-ফারাক্কা রাজ্য সড়কের কুলি চৌরাস্তা মোড়ে নাকা চেকিং করছিল বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাসের নেতৃত্বাধীন পুলিশের একটি দল। সেই সময় গাঁজা ভর্তি ওই লরিটিকে আটকায় পুলিশ। উদ্ধার হয় ১০টি গাঁজার প্যাকেট। সেই প্যাকেটগুলিতে মোট ১ হাজার ১৫০ কেজি অর্থাৎ ১১ কুইন্টালেরও বেশি গাঁজা ছিল।

গাঁজা আটকের পাশাপাশি গাড়ির চালক আব্দুল রহমান এবং খালাসি নুর বাসানকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এই পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল। পাশাপাশি এই গাঁজা পাচারের সঙ্গে আর কারা জড়িত তাও জানার চেষ্টা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement