সিঙ্গুরের কৃষকদের জমি দেওয়ার কাজ চলছে। ৮ নভেম্বরের মধ্যে সিঙ্গুরের সব জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেবে রাজ্য সরকার। কৃষকেরা যাতে সেই জমিতে চাষ করতে পারেন, তার জন্য ইতিমধ্যেই নিখরচায় বীজ ও সার বিলির বন্দোবস্ত করেছে কৃষি দফতর। চাষিদের জন্য সিঙ্গুরেই চাষের যন্ত্রপাতির অস্থায়ী দোকান পাতছে কৃষি দফতর।
সিঙ্গুরে জমি ফেরানোর সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেই বসবে যন্ত্রপাতি কেনাকাটার দোকান। কৃষি দফতরের অধীন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কর্পোরেশন ওই মেলার আয়োজক। রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু বুধবার বলেন, ‘‘সরকার সিঙ্গুরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই টাকায় তাঁদের কৃষির যন্ত্রপাতি কিনতে হবে।’’ তবে ওই ১০ হাজার টাকা কোনও চাষিকে নগদে দেবে না সরকার। এক কৃষি-কর্তা জানান, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কর্পোরেশন সেখানে ক্যাম্প করবে। যত টাকার যন্ত্র কেনাকাটা হবে, সংশ্লিষ্ট চাষির নামে ওই পরিমাণ টাকার চেক কেটে দেবে তারা।
মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন, ‘‘সিঙ্গুরের কৃষকবাজারে যন্ত্রপাতি বিক্রির তিনটে স্টল বসছে। পরে সিঙ্গুরেরই অন্যত্র বসবে। দূরের চাষিদের যাতে কৃষকবাজারে আসতে না হয়, হাতের কাছে পেয়ে যান, তার জন্যই ঘুরে ঘুরে স্টল বসানো হবে।’’ প্রদীপবাবু জানান, সেই সব দোকান থেকে চাষিরা যন্ত্রপাতি ভাড়াও নিতে পারবেন।