নিজস্ব চিত্র।
এক হিন্দু প্রতিবেশীর সৎকারে এগিয়ে এলেন মুসলিমরা। এমনই সম্প্রীতির ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার মামুদপুর গ্রামে।
মঙ্গলবার সকালে ওই গ্রামের বাসিন্দা বলাই রানার (৮২) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। মৃতের দেহ আগলে রেখেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু প্রতিবেশীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে, কোভিডের কারণে মৃত্যু হয়েছে বৃদ্ধের। ফলে সংক্রমণের ভয়ে কেউ এগিয়ে আসেননি।
বৃদ্ধের সৎকারের কাজে যখন হিন্দু প্রতিবেশীরা মুখ ফিরিয়েছেন, সেই সময় এসেছেন মুসলিম প্রতিবেশীরা। কাঁধে তুলে দেহ শ্মশানে নিয়ে যান তাঁরা। দেহ সৎকারও করা হয় তাঁদের উপস্থিতিতে।
স্থানীয় সূত্রে খবর, বিকেলের দিকে বিষয়টি জানতে পারেন গ্রামের রবিয়াল, মুক্তাররা। খবর পাওয়া মাত্রই তাঁরা এগিয়ে আসেন দেহ সৎকারের জন্য। শ্মশানে গিয়ে সৎকারের কাজও সম্পূর্ণ করেন তাঁরা। এই ঘটনায় পিতৃহারা যুবক সুকুমার বলেন, “বিপদে যাঁরা এগিয়ে আসেন, তাঁরাই তো সত্যিকারের প্রতিবেশী।” তবে মুসলিম সম্প্রদায়ের ওই মানুষজন বলছেন, প্রতিবেশী হিসেবে শুধু নিজেদের কর্তব্য করেছি।