Riddhi Bandyopadhyay

Riddhi Banerjee: আর বিজেপি করব না, আশাভঙ্গের যন্ত্রণা নিয়ে বিজেপি ছাড়লেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি

ঋদ্ধির বক্তব্য, ‘‘বাংলা সংস্কৃতির আমি একজন পরিচিত মুখ। বাংলার মানুষের স্নেহ পেয়ে ঋণী। বুঝেছি, বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপির কোনও মিল নেই!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২২ ১৮:৫১
Share:

সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

আর বিজেপি করবেন না! মোহভঙ্গ হয়েছে! বিজেপি নেতাদের ইমেল করে জানিয়ে দিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। রবিবার বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডা, সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ইমেল করে এ বিষয়ে জানান তিনি। ঋদ্ধি বলেন, ‘২০২০-২১ সালে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিল। মানুষের সেবা করার উদ্দেশ্যে রাজনীতিতে এসেছিলাম। এখন রাজনীতি থেকে দূরে থাকতে চাই।’ এ ছাড়া ওই বার্তায় তিনি বিজেপির রাজ্য কমিটি থেকে নিজের নাম বাদ দেওয়ার আর্জিও করেছেন।

Advertisement

দলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার বিশেষ আমন্ত্রিত কমিটির তালিকায় ঋদ্ধিকে জায়গা দিয়েছিল বিজেপি। কিন্তু তা নিয়ে তাঁর সম্মতি নেওয়া হয়নি বলে দাবি করেন গায়িকা। যা নিয়ে বিজেপি নেতৃত্বের প্রতি নিজের ক্ষোভ উগরে দেন তিনি। ঋদ্ধি ইমেলে বলেন, ‘আমি অবাক হয়েছি দেখে যে, কেউ আমার সম্মতি না নিয়েই কমিটিতে রেখেছে। এমনকি বিজেপির রাজ্য অফিসও এ নিয়ে আমাকে অবহিত করেনি।’ বিজেপি নেতৃত্বকে ওই পদ থেকে নিজের নাম মুছে দেওয়ার অনুরোধ করেন ঋদ্ধি।

Advertisement

শুধু রাজ্য কমিটির পদ নয়। বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক শেষ করতেও ঋদ্ধি উদ্যোগী। আনন্দবাজার অনলাইনের কাছে তাঁর বক্তব্য, ‘‘বিশ্বে বাংলা সংস্কৃতির আমি একজন পরিচিত মুখ। একজন গায়িকা হিসাবে বাংলার মানুষের স্নেহ ও ভালবাসা পেয়ে আমি ঋণী। তাই নিজের কাজ নিয়েই থাকতে চাই। তা ছাড়া বুঝতে পেরেছি, বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপির কোনও মিল নেই!’’

এ নিয়ে সুকান্ত বলেন, ‘‘যাঁরা কিছু পাওয়ার আশায় বিজেপিতে এসেছিলেন, তাঁরাই চলে যাচ্ছেন। এত দিন পর ওঁর কেন মোহভঙ্গ হল, বুঝতে পারছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement