mukul roy

Mukul Roy: কাঁচরাপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হতে পারেন মুকুলপুত্র শুভ্রাংশু

উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক। ওই ওয়ার্ডে জয়লাভ করলেন তিনি। মোট এক হাজার ৬৪৬ ভোটে জিতেছিলেন মুকুলপুত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ২০:১৬
Share:

কাঁচরাপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হতে পারেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। ফাইল চিত্র।

সব ঠিকঠাক থাকলে কাঁচরাপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হতে পারেন মুকুল রায়ের পুত্রশুভ্রাংশু। তৃণমূল সূত্রে খবর, কাঁচরাপাড়ার চেয়ারম্যান হতে পারেন কমল অধিকারী। তিনি বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই। আর ভাইস চেয়ারম্যান হতে পারেন শুভ্রাংশু। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক। ওই ওয়ার্ডে জয়লাভ করলেন তিনি। মোট এক হাজার ৬৪৬ ভোটে জিতেছিলেন মুকুলপুত্র। আগামী কয়েক দিনের মধ্যেই পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করতে পারে তৃণমূল।

Advertisement

তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফেই কাঁচরাপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে শুভ্রাংশুর নাম ঘোষণা হতে পারে। জেতার পর শুভ্রাংশু বলেন, ‘‘বিজেপি-তে যাওয়া আমার ভুল ছিল। দিদির হাত মাথায় না থাকলে কেউ জিততে পারবে না, সেটা আবার প্রমাণিত হল।’’ মুকুল-সহ শুভ্রাংশুর দলে ফিরে আসার পুরস্কার হিসেবেই এই পদ তাঁকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যারাকপুর তৃণমূলের এক নেতা। ওই নেতার কথায়, ‘‘রাজনৈতিক পুর্নবাসন দেওয়া হতে পারে শুভ্রাংশুকে।’’

প্রসঙ্গত, শুভ্রাংশু পুরভোটে তৃণমূলের টিকিটে দাঁড়ালেও তাঁর বাবা মুকুল এখনও খাতায়কলমে বিজেপি-র বিধায়ক। তাঁর বিধায়কপদ থাকা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে অনেক জলঘোলা হয়েছে, চলছে মামলাও। সম্প্রতি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুকুল বিজেপি-রই বিধায়ক। ২০১৯ সালের মে মাসে শুভ্রাংশু বাবার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত তিনি বীজপুরের বিধায়ক ছিলেন। ২০২১-এ ওই আসনে সুবোধ অধিকারীকে টিকিট দেয় তৃণমূল। বিজেপি প্রার্থী শুভ্রাংশুকে হারিয়ে জেতেন সুবোধ।

Advertisement

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার ক্ষমতায় ফিরে এলে গত বছর ১১ জুন মুকুলের হাত ধরে ফের শাসকদলে যোগ দেন পুত্র শুভ্রাংশু। তারপরেই কাঁচরাপাড়া পুরসভায় টিকিট পেয়ে জয়ী হয়ে ভাইস চেয়ারম্যান হওয়ার পথে তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement