মুকুল রায়
বিজেপির নির্বাচনী সংগঠন কতটা মজবুত, তা নিয়ে দলীয় বৈঠকে প্রশ্ন তুলে দিলেন মুকুল রায়। তাঁর মতে, বুথ কমিটি শক্তিশালী না হলে ভোটে কাঙ্ক্ষিত সাফল্য আসা সম্ভব নয়।
বিজেপির নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক হয় বৃহস্পতিবার। দলীয় সূত্রের খবর, সেখানে দলের জাতীয় কর্মসমিতির সদস্য মুকুলবাবু বলেন, তিনি ভোট করান। আগামী বিধানসভা ভোটও করাবেন। কিন্তু তাঁর ভোটের অভিজ্ঞতা বলছে, বুথ কমিটি মজবুত না হলে কোনও দল ভোটে ভাল ফল করতে পারে না। রাজ্যের প্রায় ৭৮ হাজার বুথের সব ক’টিতে এখনও বিজেপির বুথ কমিটি তৈরি নেই। তিনি তাঁর অভিযোগ করেন, বাকি থাকা বুথগুলিতে কমিটি গড়ার কথা বললেই জেলা থেকে বলা হয়, হয়ে যাবে। কিন্তু বাস্তবে কাজটা হয় না। এই প্রেক্ষিতেই দ্রুত ওই কাজ শেষ করার পরামর্শ দেন মুকুলবাবু। বিজেপির অবশ্য আনুষ্ঠানিক দাবি, ৫৫ হাজার বুথে তাদের কমিটি আছে। তা ছাড়াও, আরও আট হাজার বুথে তাদের কয়েক জন করে প্রতিনিধি আছেন। বৃহস্পতিবার দলের রাজ্য কমিটির বৈঠকে ৫৫ হাজার বুথ কমিটির কথা ঘোষণাও করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বলেন, ‘‘আমাদের ৫৫ হাজার বুথে কমিটি তৈরি আছে। ওই কমিটিগুলির তথ্য যাচাই করেই সংখ্যাটা নথিভুক্ত করা হয়েছে। লকডাউন পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভা আমরা ৬৩ হাজার বুথে লিঙ্ক দিয়ে শুনিয়েছি। আরও আট হাজার বুথে আমাদের কর্মী আছে, মানতে হবে।’’
দলীয় সূত্রের খবর, ওই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ সকলকে সতর্ক করে বলেন, সামাজিক মাধ্যমে বা সংবাদমাধ্যমে দল বা দলের কোনও নেতার বিরুদ্ধে মন্তব্য করলে তাঁকে সাসপেন্ড করা হবে। দলীয় সূত্রের আরও খবর, রাজ্য বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন ওই বৈঠকে বলেন, দলের নেতা-কর্মীদের ত্রুটি-বিচ্যুতি সংশোধন করা এবং প্রতিপক্ষের ভুলকে বড় করে দেখানো উচিত। কিন্তু তা না করে দলের অনেকেই উল্টো কাজ করেন। এটা বন্ধ করতে হবে।