Mucormycosis

Mucormycosis: বাঁকুড়ায় চিকিৎসাধীন ৩ কোভিড রোগী সংক্রমিত মিউকরমাইকোসিস-এও

বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে মিউকরমাইকোসিস-এ আক্রান্ত ৪ জনের সন্ধান পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ২৩:১৮
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে ফের মিউকরমাইকোসিস-এর আতঙ্ক। এ বার বাঁকুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন মহিলা-সহ ৩ জন কোভিড রোগীর দেহে এই ছত্রাকের সংক্রমণ ধরা পড়ল। তাঁদের মধ্যে ১ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

শনিবার বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে মিউকরমাইকোসিস-এ আক্রান্ত ৪ জনের সন্ধান পাওয়া গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হয়ে সপ্তাহখানেক ধরেই চিকিৎসাধীন ছিলেন ৩ জন। তাঁদের মধ্যে ১ জন পুরুলিয়া এবং বাকিরা বাঁকুড়ার বাসিন্দা। ওই ৩ জনই গুরুতর অসুস্থ। এঁদের মধ্যে ১ জন ৬৭ বছর বয়সি মহিলা। বাকিরা ৩৫ ও ৪৭ বছর বয়সি। ৩ জনের মধ্যে ১ জন পুরুষ রোগীর অবস্থা সঙ্কটজনক।

শনিবার হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান বলেন, “ওই কোভিড রোগীরা মিউকরমাইকোসিস-এ আক্রান্ত বলে সন্দেহ করা হয়। এর পর বায়োপসিতে তাঁদের সংক্রমণ ধরা পড়ে। কোভিডের পাশাপাশি ৩ জনেরই ডায়াবিটিসের রোগী। এঁদের মধ্য়ে ১ পুরুষ রোগীর অবস্থা সঙ্কটজনক।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement