আন্দোলনের জোট আগে, দাবি ফ ব-য়

মোট ১৪৫ জন প্রতিনিধির উপস্থিতিতে সেই খসড়ার উপরেই আলোচনা হচ্ছে। কাউন্সিল শেষ হবে আজ, বুধবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৯
Share:

ফাইল চিত্র।

ভোটের সমঝোতায় যাওয়ার আগে পথে নেমে কংগ্রেস-সহ সব গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। কংগ্রেসের সঙ্গে সমঝোতার আলোচনায় একা সিপিএমের উপরে সব সিদ্ধান্তের ভার ছাড়লে চলবে না। আলোচনা করতে হবে বামফ্রন্টের তরফে। এই মতই উঠে এল ফরওয়ার্ড ব্লকের রাজ্য কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় দিনে। কংগ্রেসের সঙ্গে কোনও রকম সমঝোতার বিরোধিতা করে রাজ্য সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত ‘বাস্তবসম্মত’ ছিল না বলে মেনে নেওয়া হয়েছে কাউন্সিলের খসড়া প্রতিবেদনে। মোট ১৪৫ জন প্রতিনিধির উপস্থিতিতে সেই খসড়ার উপরেই আলোচনা হচ্ছে। কাউন্সিল শেষ হবে আজ, বুধবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement