R G kar Incident

‘আর কী বলার আছে, আমরা হতাশ’, সন্দীপেরা জামিন পেতেই বললেন আরজি করে নির্যাতিতার মা

শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজি করে খুন এবং ধর্ষণের মামলার শুনানি। এই মামলায় একটি চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৮
Share:
Mother of RG Kar victim says they are disappointed after sandip ghosh got bail

সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের খবরে কী বললেন নির্যাতিতার মা? ছবি: সংগৃহীত।

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় তাঁরা হতাশ, জানালেন নির্যাতিতার মা। তাঁর আক্ষেপ, সিবিআই ৯০ দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি বলেই জামিন পেয়ে গিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ।

Advertisement

আরজি কর মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি সিবিআই। জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। এর পরেই নির্যাতিতার মা জানিয়েছেন, ‘‘আমরা হতাশায়। বলার মতো কথা নেই। সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট দেয়নি। তাই জামিন হয়ে গিয়েছে।’’ সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, তদন্ত এখনও চলছে। জামিন হয়ে গিয়েছে বলে তদন্ত শেষ, এমনটা নয়। দ্রুত গতিতে তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। এই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, ‘‘আমার কী বলার আছে! আমি তো সিবিআই নই। তা হলে আমিই করে দিতাম। আমি চূড়ান্ত হতাশ।’’

শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজি করে খুন এবং ধর্ষণের মামলার শুনানি। এই মামলায় একটি চার্জশিট দিয়েছে সিবিআই। শুক্রবার সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আদালতে সিবিআই জানায়, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। তারা চার্জশিট দিচ্ছে না। তাই আদালতকে আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলেন সিবিআইয়ের আইনজীবী। এর পরেই অভিযুক্তদের আইনজীবী সওয়াল করে জানিয়েছেন, তাঁর মক্কেলরা ৯০ দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন। তাই তাঁদের জামিন দেওয়া হোক। সিবিআইয়ের তদন্তকারী অফিসার (আইও) জানিয়েছেন, এই মামলার তদন্ত চলছে। তাই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না। এর পরেই সিবিআই আদালতের বিচারক জামিন দেন সন্দীপ এবং অভিজিৎকে। এই নিয়ে হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার মা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement