Dengue

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আবার বেড়ে ন’শোর উপর, চিন্তায় স্বাস্থ্য মহল

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯২৪ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২৩:০০
Share:

ফাইল চিত্র।

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। শেষ কয়েক সপ্তাহ এমন প্রবণতা দেখে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের কপালে। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ছ’শোর ঘরে নামলেও শুক্রবার আবার তা বেড়ে ন’শো ছাড়াল। আশঙ্কা, এ ভাবে চলতে থাকলে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শীঘ্রই ২৫ হাজার ছুঁয়ে ফেলবে।

Advertisement

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯২৪ জন। বর্তমানে সব মিলিয়ে ৮২৮ জন ডেঙ্গি আক্রান্ত রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুজোর সময় ডেঙ্গি এবং করোনা পরিস্থিতি-সহ জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এছাড়া প্রতি জেলা সদরেও একই রকম ভাবে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবায় যাতে পর্যাপ্ত লোক থাকে, তারও নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতর থেকে।

তুলনামূলক ভাবে সংক্রমণের হার বেশি উত্তর ২৪ পরগনায়। গত এক সপ্তাহে ১,০১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কলকাতায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৬২১ জন। হাওড়ায় ৫৫৯ জন। হুগলিতে আক্রান্ত হয়েছেন ৬৮৭ জন। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি এবং দার্জিলিঙে সংক্রমণের হার বেশি। এক সপ্তাহে যথাক্রমে ৩১৪ এবং ৩১২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে জলপাইগুড়িকে আক্রান্তের সংখ্যা ২০০-এর মধ্যে সীমাবদ্ধ ছিল।

Advertisement

তবে, স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত সপ্তাহের তুলনায় ডেঙ্গি আক্রান্তের হার ২ শতাংশ কমেছে। যদিও দুর্গাপুজোর সময় এত জনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার ঘটনাকে যথেষ্ট উদ্বেগের বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement