বৃষ্টি হবে আগামিকালও।
শ্রাবণের শেষবেলায় বেশ খোশমেজাজেই ব্যাট করছে বর্ষা। রবিবারও তার বিরাম নেই। এ দিন কলকাতা-সহ সারা রাজ্যেই মেঘলা আকাশ। রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের খবর, সোমবারও এই অবস্থার পরিবর্তন হবে না। বরং আগামিকাল কাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ায় এবং রাজ্যের উপর একটা ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি হতে পারে। সূত্রের খবর, কলকাতায় দফায় দফায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ— দুই ২৪ পরগনা-সহ নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
বর্ষা থাকায় গত রাত থেকেই উপকূলবর্তী এলাকায় ক্রমাগত দমকা হাওয়া বয়ে চলেছে। ঘূর্ণাবর্তের প্রভাবে এ দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টিও চলছে সমানতালে। হাওয়া অফিসের আধিকারিকেরা জানিয়েছেন, আগামিকালও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বাতাসে আর্দ্রতা থাকায় ভ্যাপসা ভাব বজায় থাকবে।
আরও পড়ুন