Winter Hair Care

শীতে তো দেদার খাচ্ছেন ধনেপাতা, মাথায় মাখলে কি চুলের কোনও উপকার হবে?

চুলের যত্নে যে ধনেপাতা ব্যবহার করা যায়, অনেকেই সেটা জানেন না। কী ভাবে ব্যবহার করলে চুল হবে ফুরফুরে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৬
Share:

ধনেপাতা যত্ন নেবে চুলের। ছবি: সংগৃহীত।

ঝালে-ঝোলে-অম্বলে, শীতকালীন রান্না ধনেপাতা ছাড়া কল্পনা করা যায় না। তবে এই পাতা যে রান্নায় ব্যবহার করা হয়, তা নয়। চুলের যত্নআত্তিতেও ধনেপাতার অনবদ্য ভূমিকা। চুলের দেখাশোনায় ধনেপাতার ব্যবহার আদৌ কতটা উপকারী হবে, তা নিয়ে অনেকেরই নানা সংশয় থাকতে পারে। কিন্তু এক বার ব্যবহার করা শুরু করলে, সেই সংশয় ধুয়েমুছে সাফ হয়ে যাবে। চুল ভাল রাখতে কী ভাবে ব্যবহার করবেন ধনেপাতা?

Advertisement

১) মুলতানি মাটি মূলত ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে এসেছে। কিন্তু মুলতানি মাটি চুলের জন্যেও ভাল। মুলতানি মাটির সঙ্গে ধনেপাতার রস মিশিয়ে, মিশ্রণটি চুলে লাগালে চুল ঘন হবে।

২) অ্যালো ভেরার উপকারিতা সম্পর্কে সকলেই অবগত। অ্যালো ভেরা চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অ্যালো ভেরার সঙ্গে ধনেপাতার রস মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া হ্রাস পায়। এ ছাড়াও এই মিশ্রণটি চুলকে নরম ও মসৃণ রাখে।

Advertisement

৩) ধনেপাতার রসের সঙ্গে দু’চামচ জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই মিশ্রণটি মাথায় মেখে রাখা যেতে পারে। শুকিয়ে এলে ধুয়ে নিন। এতে চুল ঘন হবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement