‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল গ্রেফতারি, সাইবার অপরাধ জগতের অভিধানে নতুন নাম। ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার জালিয়াতেরা।কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, নারকোটিক্স শাখা, আরবিআই, ট্রাইয়ের আধিকারিকের পরিচয়ে, কখনও আবার শুল্ক অথবা আয়কর আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করে গ্রেফতারির ভয় দেখায় জালিয়াতেরা। সম্প্রতি অভিনেত্রী রাতাশ্রী দত্ত ‘ডিজিটাল গ্রেফতারি’র হুমকির সম্মুখীন হয়েছেন। কী জানালেন তিনি? ডিজিটাল গ্রেফতারি থেকে কীভাবে বাঁচবেন, জানালেন আইনজীবী রাজর্ষি রায়চৌধুরী।