ফাইল ছবি।
রাত পোহালেই ভবানীপুরে উপনির্বাচন। তার আগে শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে বাড়তি ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে শুধুমাত্র ভবানীপুর বিধানসভা এলাকাতেই থাকবে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ভবানীপুরের উপনির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। প্রথমে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে জানা গিয়েছিল। ভোটের ঠিক আগের দিন কমিশন জানাল, আরও অতিরিক্ত ২০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে। কমিশন সূত্রে খবর, ভবানীপুরে এক জন সাধারণ পর্যবেক্ষক, এক জন পুলিশ পর্যবেক্ষক এবং এক জন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক থাকবেন।
এ ছাড়া শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে থাকবেন এক জন করে সাধারণ পর্যবেক্ষক এবং এক জন পুলিশ পর্যবেক্ষক।