শনিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ছবি: বিশ্বনাথ বণিক।
বহু অপেক্ষার পর পুরো রাজ্যেই এ বার প্রবেশ করল বর্ষা। বিবৃতি জারি করে তেমনটাই জানাল হাওয়া অফিস। পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে শনিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষে এই বর্ষণ আদৌ দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটাতে সক্ষম হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন আবহবিদেরা।
৩১ মে উত্তরবঙ্গ হয়ে বর্ষা ঢুকেছিল রাজ্যে। তবে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের প্রায় ১১ দিন পর প্রবেশ করেছিল বর্ষা। তা-ও কেবল উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার বেশির ভাগ অংশ এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে। এ বার পুরো দক্ষিণবঙ্গেই বর্ষা ঢোকার কথা জানাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমি মৌসুমী বায়ু পুরো দক্ষিণবঙ্গেই ঢুকে গিয়েছে শুক্রবার। এর জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গও খুব শীঘ্রই টানা বৃষ্টিতে ভিজতে পারে।
পাশাপাশি, হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর ওড়িশা উপকূলবর্তী সমুদ্রে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দু’দিনের মধ্যে এটির আরও উত্তর-পশ্চিমে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। শনিবার এই চার জেলার পাশাপাশি দুই বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমেও ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু অংশে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার এই জেলাগুলির পাশাপাশি নদিয়া এবং মুর্শিদাবাদও ভারী বৃষ্টিতে ভিজতে পারে। সোমবার বদল আসতে পারে আবহাওয়ায়। যদিও রবিবার পর্যন্ত কলকাতায় ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস জানিয়েছে।
আবহবিদেরা জানিয়েছেন, উত্তরবঙ্গে আপাতত টানা বৃষ্টিপাত চলবে মঙ্গলবার পর্যন্ত। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের বেশ কিছু অংশে রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি করছে হাওয়া অফিস। উল্লেখ্য, ভ্যাপসা গরম কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। শুক্রবার সকালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। যদিও কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক ভাবে কম। এর মধ্যেই শুক্রবার সারা রাজ্যে বর্ষা প্রবেশের কথা জানাল হাওয়া অফিস।