গৌরীশঙ্কর দত্ত —ফাইল চিত্র।
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন নদিয়ার তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরিশঙ্কর দত্ত। তাঁর বয়স হয়েছিল ৭০। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বুধবার সন্ধ্যায় তিনি সেখানেই মারা যান।
গৌরীশঙ্কর দীর্ঘ দিন নদিয়া জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। গত মার্চে তেহট্টের প্রবীণ বিধায়ক গৌরীশঙ্কর বিজেপি-তে যোগ দেন। ২০১৬ সালে তেহট্ট থেকে বিধায়ক হলেও, এ বার আর তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। বরং পাশের বিধানসভা কেন্দ্র পলাশীপাড়া থেকে বিধায়ক তাপস সাহাকে আনা হয় তেহট্ট আসনে। তার পরেই তিনি দলবদল করেন।
১৯৯৮ সালে প্রথম দিন থেকেই তৃণমূল করেন গৌরীশঙ্কর। সাত বছর নদিয়া জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। ৩ বছর রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। ২০১১ সালে তাঁকে তেহট্টতে তৃণমূল টিকিট দিলেও তিনি পরাজিত হন। পরে ২০১৬ সালে অবশ্য ওই আসন থেকেই জিতে বিধায়ক হন। মমতার দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী ছিলেন গৌরীশঙ্কর।