kolkata

করোনা আক্রান্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, নেটমাধ্যমে সতর্ক করলেন অন্যদের

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তাঁর অনুগামীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪২
Share:

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি নিজেই নেটমাধ্যমে পোস্ট করে এ কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি গত সাত দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Advertisement

রাজ্যে এখন করোনার প্রকোপ অনেকটাই কমেছে। মৃত্যর হারও কমেছে আগের থেকে। সেই সঙ্গে শুরু হয়েছে করোনার প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি। লকডাউনের মধ্যে রাজ্যের অনেক নেতা-মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণহানির ঘটনাও ঘটেছে রাজ্যে। এ বার তৃণমূলের প্রথমসারির নেতা তথা বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। যদিও তিনি সুস্থই আছেন বলে তৃণমূল সূত্রে খবর।

বৃহস্পতিবার ফেসবুক পোস্টে শোভদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমি করোনা পজিটিভ। এখন হোম আইসোলেশনে রয়েছি। যদি কেউ আমার সংস্পর্শে এসে থাকেন গত সাত দিনের মধ্যে, তাঁরা নিজের করোনা পরীক্ষা করে দেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement