গ্রাফিক: সনৎ সিংহ।
বর্ষা বাড়তেই রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। এমনই আশঙ্কা থেকে রাজ্যের সব পুরসভার চেয়ারম্যানকে নিয়ে বৈঠক তলব করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার রাজ্যের ডেঙ্গি ও ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।
ফিরহাদ জানিয়েছেন, আগামী ৮ অগস্ট কলকাতার ধন ধান্য প্রেক্ষাগৃহে একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পুর ও নগরোন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিক ও কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকদের যোগদান করতে বলা হয়েছে। সেই বৈঠকে বেশ কিছু বিশেষজ্ঞও অংশ নেবেন বলে জানানো হয়েছে। পুরমন্ত্রী বলেছেন, ‘‘বর্ষা অনেক দেরিতে এসেছে। তাই মশাবাহিত রোগ এখন কম। কিন্তু বর্ষার ফলে জল যাতে কোথাও জমে না থাকে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে পুরসভাগুলিকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া কী ভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সে বিষয়ে বেশ কিছু পরামর্শ ও নির্দেশ দেওয়া হবে।’’
কলকাতা পুরসভা এলাকায় ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০৪। গত সপ্তাহে ২০ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দাবি, গত বছরের তুলনায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ কম। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১০৯৩। গত সপ্তাহে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এ ক্ষেত্রেও আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় ৫৩ শতাংশ কম। এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘‘বর্ষা এসেছে, তাই এখনই ডেঙ্গি, ম্যালেরিয়া বাড়বে না। যেখানে জল জমা রয়েছে, সেখান থেকে বৃষ্টির নতুন জল পুরোনো জলকে বার করে দিচ্ছে। যখন বৃষ্টি থামবে, তখনই আসল চ্যালেঞ্জ। তখন জমে থাকা জল দ্রুত সরাতে না পারলে ডেঙ্গি, ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা বাড়ে।’’ তিনি আরও বলেন, ‘‘ম্যালেরিয়া ও ডেঙ্গির পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আমরা এখনও সন্তুষ্ট নই। আমরা আমাদের কাজ চালিয়ে যাব, যাতে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায়।’’