বিজেপিকে চাঙ্গা করতে মেদিনীপুরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ১৬ জুলাই তাঁর এই জেলা সফর পুরোদস্তুর সাংগঠনিক। ওই দিন মেদিনীপুরে দলের পাঁচ সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক করবেন তিনি। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “১৬ জুলাই মেদিনীপুরে নির্মলা সীতারামন আসবেন। দলের সাংগঠনিক বৈঠক হবে। বৈঠক শহরের কোথায় হবে, তা শীঘ্রই চূড়ান্ত হবে।” দলীয় সূত্রে খবর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর— এই পাঁচ সাংগঠনিক জেলার নেতা- কর্মীরা ওই বৈঠকে যোগদান করবেন। মূলত, দলের ‘মহাসম্পর্ক অভিযান’ নিয়ে আলোচনা হবে। দলের এক সূত্রে খবর, গত ১৪ জুন মেদিনীপুরে নির্মলা সীতারামনের আসার কথা ছিল। খড়্গপুরে দলের ভাঙন ধরার পর তখন আর এই কর্মসূচি করার ঝুঁকি নেননি জেলা নেতৃত্ব। জেলা থেকে রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়, কর্মসূচিটি যেন মেদিনীপুর থেকে সরিয়ে নেওয়া হয়। অবশ্য তা অন্যত্র সরানো হয়নি। বিজেপির এক জেলা নেতা বলেন, “পাঁচ সাংগঠনিক জেলার প্রচুর নেতা- কর্মী আসবেন। ১৬ জুলাইয়ের বৈঠক শহরের কোনও বড় সভাঘরেই হবে।”