গরু বিক্রির টাকার ভাগ নিয়ে বচসার জেরে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম থানার বেগুনাডাহি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শত্রুঘ্ন সিংহ (৩৫)। পেশায় তিনি ছিলেন ভাড়ার গাড়ির চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শত্রুঘ্নবাবুরা ছয় ভাই। বিধবা মা সোমবারিদেবী ছোট ছেলে সমীর সিংহের সঙ্গে থাকেন। ওই বাড়িরই একটি অংশে থাকতেন অবিবাহিত শত্রুঘ্নবাবু। তাঁর বাকি দাদা ও ভাইয়েরা প্রত্যেকেই আলাদা বাড়িতে থাকেন। সম্প্রতি সোমবারিদেবী একটি গরু বিক্রি করে সেই টাকা ছোট ছেলেকে দেন। আর এতেই চটে যান শত্রুঘ্নবাবু। তিনি টাকা বিক্রির ভাগ চান। এই নিয়ে মায়ের সঙ্গে তাঁর মন কষাকষি চলছিল।
রবিবার রাতে খাবার সময় শত্রুঘ্নবাবু ফের টাকা দাবি করলে সমীরের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। রেগে দিয়ে সমীরের ভাতের থালা উল্টে দেন শত্রুঘ্নবাবু। এরপরই রাগের মাথায় সমীর একটি খুর নিয়ে তাঁর দাদার উপর চড়াও হন বলে অভিযোগ। খুরের আঘাতে গলায় অনেকখানি কেটে যায় শত্রুঘ্নবাবুর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খড়িকামাথানি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। শত্রুঘ্নবাবুর দাদা রবি সিংহের অভিযোগের ভিত্তিতে সোমবার সমীরকে গ্রেফতার করে পুলিশ।