বেআইনিভাবে মাটি তোলার অভিযোগে ময়না ও নন্দকুমার এলাকার দুটি ইট ভাটায় অভিযান চালিয়ে তিনটি লরি আটক করল পূর্ব মেদিনীপুরের জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। বৃহস্পতিবার দুপুরে ওই দুই ইট ভাটার কাছ থেকে মাটির দাম বাবদ প্রায় ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক তাপসকুমার বাগচী।
জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার বেআইনি ইটভাটা মালিকদের একাংশ সরকারি নিয়ম মেনে মাটির দাম বাবদ রাজস্ব জমা দেয়নি। ফলে দফতরের রাজস্ব আদায় কম হচ্ছে। এইসব বেআইনি ইটভাটা মালিকদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য দফতরের আধিকারিকরা বিভিন্ন জায়গায় আচমকা অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক তাপসকুমার বাগচীর নেতৃত্বে পুলিশের বাহিনী ময়না ও নন্দকুমারের দু’টি ইটভাটায় অভিযান চালায়। প্রথমে ময়নার ওই ইটভাটায় হানা দিয়ে কয়লা বোঝাই একটি লরি আটক করে ভূমি দফতরের আধিকারিক। ওই ইটভাটার মালিককে মাটির দাম বাবদ ৪ লক্ষ ৪০ হাজার ১৪৩ টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। বিকেলে নন্দকুমারের নরঘাটের কাছে একটি ইটভাটায় হানা দিয়ে মাটি বোঝাই দুটি গাড়ি আটক করা হয়। ওই ইটভাটার মালিককে ৪ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকা মাটির দাম বাবদ জমা দেওয়ার নির্দেশ নেওয়া হয়েছে।
তাপসবাবু বলেন, “জেলার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা বেশ কিছু ইটভাটা প্রচুর মাটি তুলে ব্যবহার করছে। জেলার এইসব ইটভাটাগুলির কাছ থেকে বেআইনিভাবে মাটি তোলার অভিযোগে মাটির দাম বাবদ প্রাপ্য সরকারি রাজস্ব আদায়ের জন্য অভিযান চালানো হচ্ছে। ময়না ও নন্দকুমার এলাকার দুটি ইট ভাটায় অভিযান চালিয়ে তিনটি লরি আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে সরকারি নিয়ম মেনে মাটির দাম বাবদ রাজস্ব চাওয়া হয়েছে। এইরকম অভিযান আরও চলবে।”