দম্পতির দেহ উদ্ধার

বাড়ি থেকে এক দম্পতির দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দাসপুর থানার পৌষটঙ্কা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অর্পিতা খাঁড়া(২৮) ও মনোজ খাঁড়া(৩৬)। ঘটনার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(খড়্গপুর)অভিষেক গুপ্ত, ডিএসপি(ক্রাইম)পরাগ ঘোষ প্রমুখ।

Advertisement
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ০০:৪৯
Share:

ঘটনাস্থলে উৎসাহী জনতা। —নিজস্ব চিত্র।

বাড়ি থেকে এক দম্পতির দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দাসপুর থানার পৌষটঙ্কা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অর্পিতা খাঁড়া(২৮) ও মনোজ খাঁড়া(৩৬)। ঘটনার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(খড়্গপুর)অভিষেক গুপ্ত, ডিএসপি(ক্রাইম)পরাগ ঘোষ প্রমুখ। প্রাথমিক তদন্তে পুলিশের অনমান, স্বামীকে ব্লেড দিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন অর্পিতা দেবী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর বারো বিয়ে হয় ওই দম্পতির। মাস আটেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। এদিন স্থানীয়রা ওই দম্পতিকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। ওই দম্পতির দেহ উদ্ধার করতে এসে তাঁদের মেয়েকেও উদ্ধার করে পুলিশ। সে পাশের ঘরে ঘুমিয়ে ছিল। পুলিশ ঘটনাস্থলে নিয়ে এসেছিল পুলিশ কুকুরও। প্রাথমিক তদন্তে পুলিশ কোনও তথ্য পায়নি। পুলিশ জানিয়েছে,তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement