তারকেশ্বর পুরসভার অসমাপ্ত বিদ্যাসাগর ভবনের বর্তমান হাল। —ফাইল চিত্র।
বাম আমলে (২০০৭ সাল) শুরু হয়েছিল তারকেশ্বর পুরসভার নিজস্ব প্রেক্ষাগৃহ ‘বিদ্যাসাগর ভবন’ তৈরির কাজ। জয়কৃষ্ণ বাজারের অদূরে সেই নির্মাণকাজ মাঝপথে থমকে যায়। তার পরে দেড় দশক পার। অবশেষে সেই কাজ ফের শুরু হতে চলেছে।
পুরসভা সূত্রের দাবি, দরপত্রের প্রক্রিয়া চলছে। মিটলেই কাজ শুরু করা হবে। প্রেক্ষাগৃহের সাবেক নকশা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দেখানো হয়েছে। তাঁরা প্রয়োজনীয় সংশোধন করে দিয়েছেন। এরপরই বাকি কাজে দ্রুত হাত দেওয়ার সিদ্ধান্ত হয়।
পুরপ্রধান উত্তম কুন্ডু বলেন, ‘‘ওই প্রেক্ষাগৃহ তৈরিতে চার কোটি টাকা খরচ হবে। আপাতত পুরসভার নিজস্ব তহবিল থেকেই প্রাথমিক কাজ শুরু করা হবে। পরবর্তী পর্যায়ে সাংসদ তহবিল এবং রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় অর্থের জন্য আবেদনকরা হবে।’’
জয়কৃষ্ণ বাজারের অদূরে পুরসভার প্রায় সাড়ে চার বিঘা জমি রয়েছে। সেই জমির একাংশে পুরসভা পরিচালিত সুইমিং পুল রয়েছে। অপর অংশে প্রেক্ষাগৃহটি অসমাপ্ত অবস্থায় পড়ে। মন্দির-শহর তারকেশ্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা রয়েছে। কিন্তু পুর এলাকায় তেমন কোনও প্রেক্ষাগৃহ না থাকায় অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা সমস্যায় পড়ে। এই অবস্থায় প্রেক্ষাগৃহটি দিনের পর দিন অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় পুর-কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়ছিলেন।
পুরপ্রধান বলেন, ‘‘মানুষের সমস্যা আমরা অনুধাবন করেছিলাম। আটকে থাকা কাজ নানা কারণে এত দিন শুরু করা যায়নি। তবে ফের যখন উদ্যোগী হয়েছি, দ্রুত কাজ শেষ করে শহরবাসীকে একটা আধুনিক প্রেক্ষাগৃহের সুবিধা দিতে আমরা বদ্ধপরিকর।’’