রড চুরি চক্রের পান্ডা গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল
রড বোঝাই ট্রাক ছিনতাই করে সমস্ত রডই এক ব্যবসায়ীকে বিক্রি করেছিল ছিনতাইকারীরা। তদন্তে নেমে সেই ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার হল ছিনতাই চক্রের মূল পান্ডা। চন্দ্রকোনা শহরের এক দোকান থেকে উদ্ধার হল ২৪ টন চোরাই রডও। পুলিশ সূত্রের খবর, শুক্রবার গ্রেফতার হয়েছিলেন শালবনির বাসিন্দা মনোজ পাল। তিনিই এই চক্রের মূল পাণ্ডা। গত দেড় মাসে মেদিনীপুর-রানীগঞ্জ সড়ক, ঘাটাল চন্দ্রকোনা সড়কে বেশ কিছু রড বোঝাই গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যেমন, শালবনি থানায় একটি, গড়বেতা থানায় দু’টি এবং চন্দ্রকোনা থানায় একটি ছিনতায়ের অভিযোগও দায়ের হয়েছে। পুলিশের দাবি, রডভর্তি গাড়িগুলি ময়না, দাঁতন, কোলাঘাট-সহ বিভিন্ন জায়গায় যাচ্ছিল। এর অধিকাংশই আসছিল দুর্গাপুর থেকে। পরপর এমন ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক তৈরি হয়েছিল। তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গড়বেতা থানা ও চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ যৌথ অভিযানে শালবনি থেকে মনোজ পাল নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জেরা করেই ছিনতায়ের রহস্যের কিনারা করে পুলিশ। শনিবার ধৃতকে গড়বেতা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানিয়েছে, মনোজকে জেরা করে বেশ কিছু জনের নাম পাওয়া গিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
নন্দকুমারে পঞ্চায়েত অফিসে চুরি
নিজস্ব সংবাদদাতা • তমলুক
দরজার তালা ভেঙে গ্রাম পঞ্চায়েত অফিসের একাধিক কম্পিউটার-সহ বিভিন্ন নথিপত্র চুরি করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েত অফিসে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েত অফিস। শুক্রবার রাতে দুষ্কৃতীরা ওই গ্রাম পঞ্চায়েত অফিসে হানা দিয়ে দরজার তালা ভেঙে বিভিন্ন ঘরের ভিতরে ঢুকে একাধিক কম্পিউটার ও ল্যাপটপ-সহ বিভিন্ন নথি নিয়ে পালায়। শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান গ্রাম পঞ্চায়েত অফিসের দরজা খোলা। তাঁরা পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানান। দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান শিখা মাল জানান, চুরি যাওয়া কম্পিউটার ও ল্যাপটপে একশো দিনের কাজের হিসেব-সহ বিভিন্ন সরকারি কাজের নথিপত্র ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এগরায় যোগ বিজেপিতে
নিজস্ব সংবাদদাতা • এগরা
এগরায় বিজেপিতে যোগ।
সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে এগরাতেও বিজেপিতে যোগদান চলছেই। এ বছরেই শহরে পুরনির্বাচন হওয়ার কথা। সেই লক্ষ্যে কর্মী-সমর্থকদের নিয়ে এগরা শহরের ১০ নম্বর ওয়ার্ডের আকলাবাদ প্রাথমিক বিদ্যালয়ের কর্মী সমাবেশের আয়োজন করেছিল বিজেপি। সেখানেই তৃণমূল-সিপিএম থেকে প্রায় দেড়শো সমর্থক বিজেপিতে যোগ দেন। উল্লেখ্য, গত সপ্তাহেও এগরা শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বেশ কিছু বাম-তৃণমূল-কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগ দেন। এ দিনের সমাবেশে প্রায় কয়েক’শো সমর্থক উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বের মধ্যে ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিনতি সুর, এগরা বিধানসভার আহ্বায়ক অনুপ চক্রবর্তী, এগরা নগরমণ্ডলীর যুগ্ম সভাপতি অশোক প্রধান ও শীর্ষেন্দু দাস প্রমুখ। উল্লেখ্য, লোকসভায় এগরা বিধানসভা এলাকায় প্রায় প্রচারবিহীন ভাবে ভাল সাফল্য পেয়েছে বিজেপি।
পিছিয়ে পড়া জনজাতির সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
সরকারি সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়াতে সভা আয়োজন করলেন পিছিয়ে পড়া জনজাতির সদস্যরা। রবিবার সন্ধ্যায় খড়্গপুরের দেবলপুর দুর্গামন্দিরের কাছে সাধারণসভা করে ‘ওয়েস্ট বেঙ্গল কনফেডারেশন অফ এসসি, এসটি, ওবিসি অর্গানাইজেশন’। সংগঠনের জেলাস্তরের ওই অনুষ্ঠানে যোগ দেন জেলার কয়েকশো সদস্য। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি তারাপদ বিশ্বাস, রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বাটুল, খড়্গপুর শহর সভাপতি নরেন্দ্রনাথ সিংহ প্রমুখ। তফসিলি জাতি-উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া জনজাতির অধিকার কী, তাঁরা কী কী সুবিধা পেতে পারেন সে সম্পর্কে সচেতন করতেই এই সভা ডাকা হয়। সংগঠনের অভিযোগ, সরকারি নানা কাজকর্মে তাঁরা বঞ্চনার শিকার হচ্ছেন। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বাটুল বলেন, “উপজাতি সম্প্রদায়ের লোকজন সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। রাজনৈতিক আক্রমণেরও শিকার হচ্ছেন। আইনি সহায়তা পাচ্ছেন না। এঁদের অধিকার সম্পর্কে সচেতন করতে আমরা দায়বদ্ধ।”
শিল্পীর স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
গান-বাজনা ও স্মৃতিচারণায় শ্রদ্ধা জানানো হল রেলশহরের প্রয়াত চিত্রশিল্পী ও ভাস্কর ধীমান পালকে। রবিবার খড়্গপুর শহরের সুভাষপল্লি জনকল্যাণ বিদ্যায়তনের সভাগৃহে প্রয়াত শিল্পীর স্মরণসভা হয়। গত ২৮ এপ্রিল ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় খড়্গপুর রেল স্টেশনের মডেল-সহ নানা শৈল্পিক চেতনার নির্দশন রেখে যাওয়া ধীমানবাবুর। উদ্যোক্তা শিল্পীর হাতে গড়া ‘খড়্গপুর আকাদেমি অফ ফাইন আর্টস’ (কাফা)। স্মরণসভায় তাঁর গুণমুদ্ধদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পীর ভাই শম্ভু পাল ও ভাইঝি মনীষা পাল, সাহিত্যিক নন্দদুলাল রায়চৌধুরী, অধ্যাপক তপনকুমার পাল প্রমুখ। প্রতি রবিবার জনকল্যাণ বিদ্যালয়ের একটি ঘরে ক্লাস নিতেন ধীমানবাবু। সেই ঘরেই এ দিন তাঁর ছবিতে মাল্যদান করা হয়। সঙ্গীত পরিবেশন করেন মধুমন্তী মজুমদার ও রীণা ধর। এ দিন গোটা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন লীনা গোপ।
কংগ্রেস ছেড়ে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল
ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দুলাল পতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। রবিবার বিকালে শহরের কুশপাতায় একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দুলালবাবুর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। দুলালবাবুর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ঘাটাল পুরসভায় কংগ্রেস নেতা তথা প্রাক্তন পুরপ্রধান জগন্নাথ গোস্বামী একাই কাউন্সিলর রইলেন। আর পুরসভার ১৭টি আসনের মধ্যে তৃণমূলের সংখ্যা বেড়ে হল ১০। উল্লেখ্য, বছরখানেক আগেও কংগ্রেস ছেড়ে ৩ কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। তখন একক ভাবে বোর্ড গঠন করে তৃণমূল। এ দিন দুলালবাবু বলেন, “মানুষ উন্নয়নের স্বার্থে এখন তৃণমূলকেই চাইছেন। তাই আমিও তৃণমূলে যোগ দিলাম।” এতে কংগ্রেসের কোনও ক্ষতি হবেন না বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামী।
দুর্ঘটনায় মহিলার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। আহত হয়েছে এক শিশুও। রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক শহর সংলগ্ন কলাতলার কাছে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পারুল কর (৪০)। পারুলদেবীর বাড়ি তমলুকের বাড়খোদা গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছে রেখা ভৌমিক নামে আড়াই বছরের নাতনিও। এ দিন বিকেলে পারুলদেবী নাতনি রেখাকে সঙ্গে নিয়ে আত্মীয় বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে বিকেল সাড়ে চারটে নাগাদ কলাতলার কাছে আড়াআড়ি সড়ক পার হওয়ার সময় তমলুক থেকে পাঁশকুড়াগামী একটি ট্যাক্সি তাঁদের ধাক্কা মারে। ট্যাক্সির ধাক্কায় সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন পারুলদেবী ও শিশুটি। স্থানীয়রা দু’জনকেই তমলুক জেলা হাসপাতালে ভর্তি করায়। পরে পারুলদেবীর মৃত্যু হয়। পুলিশ চালককে ধরতে তদন্ত করছে।
বধূমৃত্যুর জের, কলকাতায় গ্রেফতার ঘাটালের যুবক
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতার স্বামী ও শ্বশুরকে কলকাতা থেকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কলকাতার বাগুইআটি থানা এলাকার একটি বাড়ি থেকে ঘাটালের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা প্রাক্তন কাউন্সিলর সোমনাথ ঘোষ ওরফে কালু ঘোষ ও তাঁর ছেলে সৌগত ঘোষকে ধরা হয়েছে। ধৃতদের রবিবার ঘাটাল আদালতে হাজির করানো হলে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। তবে মৃতার শাশুড়ি এখনও পলাতক। পুলিশ ও মৃতার বাপেরবাড়ি সূত্রের খবর, গত ১৮ মে ঘাটাল শহরের কোন্নগরের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় শর্মিষ্ঠা ঘোষের (২৮)। সে দিনই আরামবাগের বাসিন্দা দাদা মানস দে শর্মিষ্ঠাদেবীর মৃত্যুর ঘটনায় স্বামী সৌগত ঘোষ, শ্বশুর সোমনাথ ঘোষ এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। মানসবাবু বলেন, “বিয়ের পর থেকে মাঝেমধ্যে ঝামেলা হত বলে শুনেছি। কিন্তু ওরা আমার বোনকে খুন করবে এটা ভাবিনি।” খুনের অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই ফেরার ছিলেন সকলেই। শনিবার মোবাইলের সূত্র ধরে সোমনাথবাবুর হদিশ পায় পুলিশ। বিকালে পুলিশের একটি দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। রাতেই বাগুইআটির ফ্ল্যাট থেকে বাবা ও ছেলেকে পুলিশ গ্রেফতার করে। আদালত সূত্রে জানা গিয়েছে, বিষক্রিয়াজনিত কারণেই শর্মিষ্ঠার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ব্যবসায়ীর গ্রেফতারের খবরে ঘাটাল শহরে নানা জল্পনা শুরু হয়েছে।
৪৮ ঘণ্টায় ডাকাতির কিনারা
উদ্ধার হওয়া জিনিস।—নিজস্ব চিত্র।
শিক্ষক-দম্পতির বাড়িতে ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে কিনারা করল কাঁথির পুলিশ। ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাঁথি শহরের ব্যবসায়ী সুব্রত মাইতি-সহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে খোওয়া যাওয়া টাকা ও গয়নার সিংহ ভাগও। শনিবার সন্ধ্যায় কাঁথি থানায় সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন এসডিপিও ইন্দ্রজিত্ বসু। তিনি জানান, ধৃত চার জনের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা-সহ বেশ কিছু গয়না উদ্ধার হয়েছে। এসডিপিওর কথায়, “ধৃতদের কাছ থেকে চার রাউন্ড গুলি-সহ একটি ৭.৬৫ এমএম অটোমেটিক পিস্তল, মোটরবাইক, ক্যামেরা ও মোবাইল আটক করা হয়েছে।” গত ৪ মে গভীর রাতে কাঁথি শহরের জালাখাঁবাড়ে দিলীপ বেরা ও অর্চনা বেরা নামে এক শিক্ষক-দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। শনিবার তারই কিনারা হল। একদিকে যখন ডাকাতির কিনারা হল তখন কাঁথিরই মারিশদা থানার বাড় কাশমিলি গ্রামে শুক্রবার রাতে ডাকাতির হল। ডাকাতেরা রাধাকৃষ্ণ বেজের বাড়িতে হানা দিয়ে নগদ এক লক্ষ টাকা-সহ বাড়ির সোনাদানা ডাকাতি করে চম্পট দেয়। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
মাধ্যমিকের কৃতী সংবর্ধনা
এলাকার মাধ্যমিকে উত্তীর্ণদের সংবর্ধনা দিল পিংলার দক্ষিণ করকাই গ্রামের ‘আমরা সবাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার সন্ধ্যায় করকারি কালীমন্দির প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে মাধ্যমিক উত্তীর্ণ ৪৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়। সকালে অঙ্কন, দৌড়, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের বিবেকানন্দ যুব মহামণ্ডলের সভাপতি বেণিমাধব গোস্বামী, ঝাড়গ্রাম বিবেকানন্দ পাঠচক্রের সম্পাদক ভ্রমর মণ্ডল প্রমুখ। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
কবি প্রণাম
মেদিনীপুর শহরের অশোকনগর রেনেসাঁস ক্লাবের উদ্যোগে শনিবার সন্ধ্যায় রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। ক্লাব সংলগ্ন মাঠে আয়োজিত এই সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। পাড়ার শিশু শিল্পীরাও অনুষ্ঠানে যোগ দেন।
বাসের ধাক্কায় মৃত্যু
এগরা-রামনগর রাস্তার গ্যাংটাপুকুর সংলগ্ন পাটনা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হল বছর চল্লিশের এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা নাগাদ দিঘা-মেদিনীপুর রুটের দীঘাগামী বাসটি পেছন থেকে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে।
সাংস্কৃতিক উত্সব
৬ থেকে ৯ জুন, ৩১ তম বাত্সরিক ক্রীড়া ও সাংস্কৃতিক মিলন উত্সব চলবে দুর্গাচকের ভাগ্যবন্তপুর ইয়ং স্টার ক্লাবে। ক্লাব সংলগ্ন মাঠে ১৬টি দলের দিনরাতের ক্রিকেট ও টেনিস প্রতিযোগিতা-সহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে।