টুকরো খবর

খড়্গপুরের গিরিময়দান সংলগ্ন বালাজি মন্দিরে ‘ব্রহ্ম উত্‌সবে’ পুজো দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকসভা ভোটে দমদম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তপন শিকদার। তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রভাকর তিওয়ারি, বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়।

Advertisement
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৪ ০৪:২৭
Share:

ভোট প্রচার

Advertisement

ছবি: রামপ্রসাদ সাউ।

খড়্গপুরের গিরিময়দান সংলগ্ন বালাজি মন্দিরে ‘ব্রহ্ম উত্‌সবে’ পুজো দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকসভা ভোটে দমদম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তপন শিকদার। তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রভাকর তিওয়ারি, বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। এ দিন তপনবাবু শহরের ঝুলিতে একটি দলীয় কার্যালয়েরও উদ্বোধন করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এ রাজ্যে বাম ও তৃণমূল দু’টি দলই মানুষের কাছে অপাঙক্তেয়। লোকসভা নির্বাচনে বিজেপি অভাবনীয় ফল করবে।”

Advertisement

বধূকে মারার অভিযোগে গ্রেফতার সাত

পণের দাবিতে বধূকে পুড়িয়ে মারার অভিযোগে শ্বশুরবাড়ির সাত জনকে ধরল পুলিশ। শুক্রবার রাতে খড়্গপুরের পাঁচবেড়িয়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করে টাউন থানার পুলিশ। ওই রাতেই মেদিনীপুর মেডিক্যালে মারা যান আবিউন্নেসা বিবি (২০)। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। মৃতার বাবা টাউন থানায় জামাই-সহ মেয়ের শ্বশুরবাড়ির ন’জনের বিরুদ্ধে মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেন।


প্রতিবন্ধীকে ধর্ষণ

প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক জন। শনিবার সকালে ডেবরার ভরতপুর পঞ্চায়েতের জাগুল গ্রামের ঘটনা। যুবতীর অভিযোগের ভিত্তিতে বসন্ত দাসকে গ্রেফতার করা হয়।

হলদিয়ার দুর্গাচকে বসন্ত উত্‌সবের শোভাযাত্রা। ছবি: আরিফ ইকবাল খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement