লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও দলের জেলা কমিটির সদস্যদের দলীয় সদস্য পদ নবীকরণের সভায় যোগ দিতে আজ, সোমবার তমলুকে আসছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। এ দিন সকালে তমলুকে দলের জেলা কার্যালয়ে ওই সভায় যোগ দিতে আসছেন বিমানবাবু। দলের নেতা লক্ষ্মণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক দুর্নীতি নিয়ে তমলুকে জেলা কার্যালয়ে তদন্ত করতে আসা দলের রাজ্য তদন্ত কমিশনের সদস্যদের ঘিরে বিক্ষোভ ও হেনস্থার ঘটনার পর প্রায় এক মাস কেটে গিয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে দলের সদস্যদের পুনর্নবীকরণের সময়সীমা রয়েছে। ইতিমধ্যে দলে নিজের সদস্য পদ পুনর্নবীকরণ না করার ইঙ্গিত দিয়েছেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণবাবু। এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে লক্ষ্মণ শেঠকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে ছাত্র নেতা ইব্রাহিম আলিকে। লোকসভা নির্বাচনে নিজের ভোট দেওয়া নিয়ে সংশয় রেখেছেন লক্ষ্মণবাবু। ৩১ মার্চের পর মুখ খুলবেন বলে জানিয়েছেন লক্ষ্মণবাবু।
দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে দলের জেলা সম্পাদকমণ্ডলী ও জেলা কমিটির সদস্যদের মধ্যে এখনও লক্ষ্মণবাবুর অনুগামীদের প্রাধান্য রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি জেলা কার্যালয়ে লক্ষ্মণ অনুগামীদের বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যে দলের জেলা সম্পাদক কানু সাহু ও ভারপ্রাপ্ত জেলা সম্পাদক প্রশান্ত প্রধানের বিরোধ প্রকাশ্যে এসেছে। তাই লক্ষ্মণবাবুর পথ অনুসরণ করে দলের একাংশ দলীয় সদস্য পদ নবীকরণ না করার পথে হাঁটতে পারে, দলে এমন আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে দলের জেলা কমিটির সদস্যদের দলীয় সদস্য পদ পুনর্নবীকরণ নিয়ে জটিলতা কাটাতেই আজ দলের জেলা কমিটির বৈঠকে হাজির থাকছেন দলের রাজ্য সম্পাদক বিমানবাবু নিজে হাজির থাকবেন বলে রাজনৈতিক মহলের অভিমত। ওই বৈঠকে থাকবেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব ও পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যে সদস্যপদ নবীকরণের জন্য পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের পক্ষ থেকে কলকাতায় লক্ষ্মণবাবুর কাছে ফর্ম পাঠানো হয়েছে। বৈঠকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা।