Paschim Midnapore

বাইক র‍্যালি থেকে দেওয়াল লেখা, শাসক বিরোধীদের মহিলা কর্মীরা কোমর বেঁধে ভোট ময়দানে

মহিলাদের ভোট প্রচারের সামনের সারিতে আনার কথা বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিভিন্ন জনসভা থেকে ভোটের প্রচারে মহিলাদের কোমর বেঁধে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৯
Share:

ভোটের ময়দানে মহিলা কর্মীরা। নিজস্ব চিত্র।

ভোটের দিন ক্ষণ ঘোষণা না হলেও সব দলই পুরো দমে নেমে পড়েছে প্রচারে। আর এ বার শাসক বিরোধীরা ভোট প্রচারে দলের মহিলা কর্মী সমর্থকদের আরও বেশি সক্রিয় করে তুলেছে। কোথাও বাইক র‍্যালির সামনের সারিতে তো কোথাও আবার শুধু মহিলারাই দেওয়াল লেখার দায়িত্ব তুলে নিয়েছেন নিজেদের কাঁধে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে দেখা গেল এমনই ছবি।

Advertisement

বৃহস্পতিবার বিজেপির মহিলা এবং যুব শাখার একটি কর্মিসভা হয় মেদিনীপুর শহরের শ্যাম সঙ্ঘ হলে। তার আগে শহরের রিং রোড এলাকায় বাইক মিছিল হয়। সেই মিছিলের পুরোভাগে ছিলেন মহিলারাই। জেলার বিজেপি সভাপতি শমিত দাশ ছিলেন হুডখোলা জিপে। এ ছাড়া সর্বভারতীয় মহিলা মোর্চার সম্পাদিকা বিজয়া রাহাতকারও উপস্থিত ছিলেন মিছিলে। বিজয়া পরে বলেন, “বাংলায় শান্তি থাকা খুবই জরুরি। আমরা শান্তির পক্ষে সওয়াল করছি। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রাখা দরকার প্রশাসনের।’’

মহিলাদের ভোট প্রচারের সামনের সারিতে আনার কথা বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিভিন্ন জনসভা থেকে ভোটের প্রচারে মহিলাদের কোমর বেঁধে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তিনি।

Advertisement

দলনেত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে তৃণমূলের হয়ে ভোট প্রচারে নেমে পড়েছেন এক ঝাঁক মহিলা কর্মীও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় দেখা গেল সেই ছবি। সেখানে দেওয়াল লিখন কর্মসূচিতে দেখা গেল শুধু মহিলাদেরই। দলের ঝান্ডা হাতে রং তুলি নিয়ে কাজে নেমে পড়েছেন চন্দ্রকোনা শহর তৃণমূল কংগ্রেসের ৬০-৭০ জন মহিলা। বুধবার চন্দ্রকোনা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর বোনা নতুনহাট-সহ একাধিক জায়গায় তাঁদের দল বেঁধে দেওয়াল লিখতে দেখা গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement