national flag

Siuli Saha: ক্ষুদিরাম স্মরণে উল্টো জাতীয় পতাকা তুলে বিড়ম্বনায় রাজ্যের মন্ত্রী শিউলি সাহা

চলতি বছর প্রজাতন্ত্র দিবসে বীরভূম জেলার রামপুরহাটের দলীয় কার্যালয়ে উল্টো করে জাতীয় পতাকা তুলে বসেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৭:৩৫
Share:

নিজস্ব চিত্র।

ক্ষুদিরাম বসুর স্মরণে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। নিজের হাতে পতাকার দড়ি টেনে দেখলেন উল্টো উড়ছে জাতীয় পতাকা! তবে সঙ্গে সঙ্গেই পতাকা নামিয়ে এনে ফের সোজা করে উত্তোলন করা হলেও বিড়ম্বনা কাটল না। শিউলি জানালেন, ‘‘পতাকা উল্টো করে তোলা হয়নি। তোলার আগে দেখে নেওয়া হচ্ছিল পতাকা ঠিক করে লাগানো হয়েছে কি না।’’
বুধবার ক্ষুদিরাম বসুর ১১৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁর জন্মভিটে মোহবনী গ্রামে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী শিউলি, রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, জেলাশাসক রেশমি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার। ওই কর্মসূচিতেই ঘটল বিপত্তি। বিষয়টি প্রথম নজরে আসে জেলাশাসকের। তাঁর উদ্যোগেই সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা নামিয়ে এনে সোজা করে তা তোলার ব্যবস্থা করা হয়।

Advertisement

এই প্রসঙ্গে শিউলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘উল্টো পতাকা তোলা হয়নি। তোলার আগে দেখে নেওয়া হচ্ছিল পতাকা ঠিক করে লাগানো হয়েছে কি না। সময় মতো নিয়ম মেনেই পতাকা সোজা ভাবে উত্তোলন করা হয়েছে। মিথ্যে প্রচার করা হচ্ছে।’’

প্রসঙ্গত, চলতি বছর প্রজাতন্ত্র দিবসে বীরভূম জেলার রামপুরহাটের দলীয় কার্যালয়ে উল্টো করে জাতীয় পতাকা তুলে বসেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। দিলীপ নিজেই সেই সময়ে বলেছিলেন, দিলীপ বলেন, ‘‘এটা একটা খুবই অস্বস্তিকর ঘটনা। পতাকা তোলার আগে তো পরীক্ষা করে দেখিনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement