West Bengal Assembly Election 2021

বুথের দায়িত্বে এ বার মহিলারা, কমিশনের নির্দেশ মেনে শুরু হল প্রস্তুতি

গত লোকসভা নির্বাচনের সময় পশ্চিম মেদিনীপুর জেলায় ১০৮টি বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

মডেল বুথ গড়ে তোলার পাশাপাশি মহিলা নিয়ন্ত্রিত বুথ পরিচালনার পরিকল্পনা জেলা প্রশাসনের। সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিম মেদিনীপুরে। এর আগের ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়ও মহিলাদের দিয়ে বুথ পরিচালনা করা হয়েছিল। তৈরি হয়েছিল মডেল বুথ হয়েছিল। এ বারের বিধানসভা নির্বাচনেও একই পরিকল্পনা রয়েছে বলে জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর।

Advertisement

জেলাশাসক রশ্মি কোমল বলেন, ‘‘ নির্বাচন দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। যেমন নির্দেশ আসবে, সেই অনুযায়ী কাজ হবে। করোনার জেরে অতিরিক্ত প্রায় ১১০০ বুথ বাড়ার সম্ভাবনা রয়েছে।’’

গত লোকসভা নির্বাচনের সময় পশ্চিম মেদিনীপুর জেলায় ১০৮টি বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হয়েছিল। এ বারে মোট বুথের এক চতুর্থাংশ বুথ মহিলাদের দ্বারা পরিচালনা করানোর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী, জেলা নির্বাচন দফতর প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

Advertisement

জেলা নির্বাচন দফতরের এক আধিকারিক জানান, প্রায় ১ হাজার বুথ মহিলাদের দ্বারা পরিচালনা করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবা রে বুথের সংখ্যা বাড়ছে। করোনা পরিস্থিতিতে বুথের সংখ্যা বাড়ানোর নির্দেশ রয়েছে। জেলায় এই মুহূর্তে বুথের সংখ্যা ৪ হাজার ২৯০। আরও ১ হাজার ১০৮টি বুথ গড়ে তোলা হবে। ফলে মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫ হাজার ৩৯৮। এর মধ্যে প্রায় ১ হাজার বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হবে। জেলায় মোট ভোটার সংখ্যা ৩৮ লক্ষ ৩৫ হাজার ৪৩২। এর মধ্যে মহিলা ভোটার ১৮ লক্ষ ৯৩ হাজার ৬২৮। পুরুষ ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৪১ হাজার ৭৫৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement