সাংবাদিক বৈঠকে জেলাশাসক রশ্মি কমল। —নিজস্ব চিত্র
পশ্চিম মেদিনীপুরে শুরু হল ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া। বুধবার সর্বদলীয় বৈঠকের পর জানালেন জেলাশাসক রশ্মি কোমল। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদনপত্র বিবেচনার শেষ তারিখ ৫ জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিক প্রকাশিত হবে ১৫ জানুয়ারি।
জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে ১টি বুথ বেড়ে হচ্ছে ৪২৯০। এ ছাড়া ১১টি বুথের স্থান পরিবর্তন হবে। ছুটির দিন বাদে প্রতি দিন দুপুর ১২টা থেকে বেলা দু’টো পর্যন্ত এক জন করে আধিকারিক বুথে থাকবেন। এ ছাড়াও চলবে স্পেশাল ক্যাম্প। ওই দিনগুলিতে আবেদন গ্রহণ করা হবে বেলা ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত। জেলাশাসক জানিয়েছেন, করোনাবিধি মেনে বুথগুলিতে কাজ করবেন আধিকারিকরা। তার জন্য দেওয়া হবে মাস্ক ও স্যানিটাইজার।
পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ভোটার ৩৭,৫৫,৭২৯ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ৩৬ জন, মহিলা ১৮,৫০,১৫৭ এবং পুরুষ ১৯,০৫,৫৩৬ জন। পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফেরার পর আর কর্মস্থলে যাননি। তাঁদের বিষয়ে রশ্মি কমল বলেন, ‘‘ছ’মাস এলাকায় বসবাস করলেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন।’’
আরও পড়ুন: অন্য দলে যান বা নতুন দল গড়ুন, সিব্বলকে হুঁশিয়ারি অধীরের