কাটমানি ফেরত চেয়ে থানায় গ্রামবাসীরা

অভিযোগ, ওই তৃণমূল নেতারা বাড়ি তৈরির বরাদ্দ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন। এ দিন বিজেপির নেতৃত্বের উপস্থিতিতেই গ্রামবাসীরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডেবরা শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ০০:৪৬
Share:

প্রতীকী ছবি।

বছর খানেক আগে আবাস যোজনার টাকা পাইয়ে দেবেন বলে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ডেবরা-২ গ্রাম পঞ্চায়েতের শালকাঠি গ্রামে। মুখ্যমন্ত্রীর কাটমানি বার্তার পরে অনিমেষ দে নামে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য, শালকাঠি অঞ্চল কমিটির সম্পাদক ও এক বুথ নেতার বিরুদ্ধে শনিবার ডেবরা থানায় অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ।

Advertisement

অভিযোগ, ওই তৃণমূল নেতারা বাড়ি তৈরির বরাদ্দ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন। এ দিন বিজেপির নেতৃত্বের উপস্থিতিতেই গ্রামবাসীরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি জানতে ওই নেতাদের থানা থেকে ডেকে পাঠানো হয়েছে। যদিও কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তাঁরা। অনিমেষের দাবি, “আবাস যোজনার জন্য আমি কারও থেকে এক টাকাও নিইনি। বিজেপি আমার নামে মিথ্যা অভিযোগ তুলছে।”

শালকাঠি গ্রামের কয়েকজন বাসিন্দার অভিযোগ, বাড়ি তৈরির টাকা পাইয়ে দেওয়ার জন্য কারও থেকে ৫ হাজার, কারও থেকে ২ হাজার টাকা করে নিয়েছিলেন অনিমেষ। স্থানীয় বাসিন্দা কল্পনা সিংহের অভিযোগ, “আবাস যোজনা থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে টাকা দিতে হবে বলে জানিয়েছিল স্থানীয় দুই তৃণমূল নেতা। প্রথম কিস্তির টাকা ইমারতি সরঞ্জাম কিনতে চলে যায়। পরের কিস্তির টাকা আসতে পঞ্চায়েত সদস্য অনিমেষ দে-র কাছে ৫ হাজার টাকা দিই।’’ আরেক স্থানীয় বাসিন্দা বিমলা সিংহের দাবি, “আবাস যোজনার টাকা থেকে ৫ হাজার টাকা অনিমেষকে দিয়েছিলাম। শুক্রবার তাঁর বাড়িতে ওই টাকা চাইতে গিয়েছিলাম। সদস্য বাড়িতে ছিলেন না। পরে আমাকে একা ডেকে ওই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন তিনি। কিন্তু আমাকে একা কেন, সকলে যাতে টাকা পায় তাই থানায় অভিযোগ জানিয়েছি।” স্থানীয় বিজেপি কর্মী রবীন্দ্রনাথ সিংহ জানান, গ্রামবাসীরা দিন দু’য়েক আগে গ্রাম সংসদ সভাতেও টাকা ফেরত চাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলার পরে থানায় অভিযোগ জানানো হয়েছে। বিজেপির জেলা সহ-সভাপতি কাশীনাথ বসুর কটাক্ষ বলেন, “কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে ঠগ বাছতে গা উজাড় হয়েছে। এর প্রতিবাদে রবিবার ডেবরায় বিজেপি মিছিল করবে।”

Advertisement

তৃণমূলের ডেবরা ব্লক কোর কমিটির আহ্বায়ক বিবেক মুখোপাধ্যায় বলেন, “অভিযোগ উঠতেই পারে। অভিযোগ প্রমাণিত হলে কাটমানি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব।”

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement