Nandigram

Nandigram: নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ অজ্ঞাত পরিচয় যুবক, চাঞ্চল্য ছড়াল এলাকায়

নন্দীগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, ওই ২ যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২১ ১৯:০২
Share:

বিদ্যুতের তারে জড়ানো ২ যুবকের দেহ। নিজস্ব চিত্র

প্রবল বর্ষণের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ যুবকের। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। পুলিশ দেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বৃহস্পতিবার নন্দীগ্রাম ২নম্বর ব্লকের দ্বিতীয় খণ্ড জালপাই গ্রামে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় ২ সাইকেল আরোহীর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভারী বৃষ্টির জেরে নন্দীগ্রামের একাধিক মাছের ভেড়ি ভেসে গিয়েছে। মাছ ধরার হুড়োহুড়ি পড়ে গিয়েছে এলাকায়। মৃত ২ যুবকও অন্য কোনও গ্রাম থেকে ওই এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন বলে অনুমান।

গ্রামবাসীরা জানিয়েছেম, ঝড়ের দাপটে ওই এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়েছিল। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই দু’জনের মৃত্যু হয়েছে। নন্দীগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, ওই ২ যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement