Death

বাজ পড়ে শালবনিতে প্রাণ গেল ২ জনের, ঝড়ে লন্ডভন্ড পুরুলিয়া

শালবনি থানা এলাকার লালগেরিয়া থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৪ জন। রাস্তাতেই বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর ও পুরুলিয়া শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ২২:৫১
Share:

ঘণ্টাখানেকের কালবৈশাখীতে লন্ডভন্ড পুরুলিয়া। নিজস্ব চিত্র।

ঘণ্টাখানেকের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে প্রবল ঝড়। বৃহস্পতিবার সন্ধ্যার সেই ঝড়বৃষ্টির সময়ে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হল দু’জনের। গুরুতর জখম ১ জন। পুরুলিয়ার বিস্তীর্ণ অংশেও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনি থানা এলাকার লালগেরিয়া থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ৪ জন। রাস্তাতেই বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়। ওই দু’জন সম্পর্কে শ্বশুর-জামাই। ৪ জনই বাড়ি ফিরছিলেন সাইকেলে করে। মেঠো রাস্তা ধরে যাওয়ার সময় বাজ পড়ে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্য এক জন। পুলিশ এখনও তিন জনের পরিচয় জানতে পারেনি। তাঁদের বাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ। আহত ব্যক্তিকে শালবনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

অন্য দিকে ঘণ্টাখানেকের কালবৈশাখীতে লন্ডভন্ড পুরুলিয়ার বান্দোয়ান ও মানবাজার ব্লকের বিভিন্ন গ্রাম। বৃহস্পতিবার বিকেলে কালো মেঘের সঙ্গে কালবৈশাখী ঝড় ওঠে। সঙ্গে শিলাবৃষ্টি। বিভিন্ন এলাকা ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। কোথাও আবার উপড়ে গিয়েছে গাছ। অনেক জায়গায় দোকান-বাড়ির ছাউনি উড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

Advertisement

মধুপুর থেকে জিপিডি যাওয়ার রাস্তার উপরেই ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। এর ফলে ওই রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে যায় বেশ কিছু ক্ষণ। বাহাদুরপুর গ্রামে বিদ্যুতের তারের উপরেই ভেঙে পড়ে গাছ। মানবাজার ২ নম্বর ব্লকে এই ঝড়ের তাণ্ডবে বেশ কিছু দোকানের চালা উড়ে গিয়েছে। বান্দোয়ানের তালপাত গ্রামের মোড়ে বেশ কিছু ঘরের অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়ে। রাত পর্যন্ত মানবাজার ও বান্দোয়ানের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মেরামতির কাজ শুরু করেছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার পরিমাণ এখনও স্পষ্ট নয়। ঝড় ছাড়াও শিলাবৃষ্টির ফলে জেলায় বহু সব্জি চাষি ক্ষতির সম্মুখীন হবেন বলে প্রশাসনের আশঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement