Tree Plantation

বছরভর চারা দেবে ‘ট্রি ব্যাঙ্ক’

আমপান ঘূর্ণিঝড়ে জেলায় প্রচুর গাছ নষ্ট হয়েছে। পরিবেশ বাঁচাতে কোলাঘাট ব্লক জুড়ে সবুজায়নের লক্ষ্যে‌ এই উদ্যোগ বলে জানালেন উদ্যোক্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ০০:১০
Share:

গৌরাঙ্গ ঘাটে ‘ট্রি ব্যাঙ্কে’র উদ্বোধন। রবিবার। নিজস্ব চিত্র

উদ্দেশ্য ছিল ব্লকের নানাবিধ সমস্যা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে আনা। তার জন্য কোলাঘাটের কয়েকজন ব্যক্তির উদ্যোগে অগস্ট মাসের ৪ তারিখ চালু হয়েছিল একটি ফেসবুক গ্রুপ, নাম ‘কোলাঘাটে উন্নয়ন চাই’। যেখানে রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রী থেকে শুরু করে জন প্রতিনিধিরা। ইতিমধ্যে এর মাধ্যমে জন প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে ব্লকের একাধিক সমস্যার সমাধানও হয়েছে। এ বার সেই গ্রুপের উদ্যোগে কোলাঘাটে চালু হল ‘ট্রি ব্যাঙ্ক’। যার উদ্দেশ্য, সারা বছর বিনামূল্যে চারাগাছ বিতরণ।

Advertisement

রবিবার কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে এই ‘ট্রি ব্যাঙ্কে’র সূচনা হয়। প্রথম দিনেই ব্লকের ১২টি গ্রামের আগ্রহীদের মধ্যে প্রায় আটশো চারাগাছ বিতরণ করা হয়। রাধাচূড়া, দেবদারু, মেহগিনি, ছাতিমের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছও বিলি করা হয়। ‘ট্রি’ ব্যাঙ্ক থেকে যেমন চারাগাছ পাওয়া যাবে, তেমনি আগ্রহী ব্যক্তিরা এখানে চারাগাছ দানও করতে পারবেন। এদিন অনেকে ‘ট্রি’ ব্যাঙ্ক থেকে চারাগাছ নেওয়ার পাশাপাশি এখানে চারাগাছ দানও করেন। স্থানীয় বাসিন্দা অসীম দাস বলেন, ‘‘অভিনব উদ্যোগ। অনেক সময় আমাদের বাড়িতেই নানা ধরনের চারাগাছ জন্মায়। সেগুলি নষ্ট না করে ‘ট্রি ব্যাঙ্কে’ জমা দিলে অন্যের কাজে লাগতে পারে।’’

আমপান ঘূর্ণিঝড়ে জেলায় প্রচুর গাছ নষ্ট হয়েছে। পরিবেশ বাঁচাতে কোলাঘাট ব্লক জুড়ে সবুজায়নের লক্ষ্যে‌ এই উদ্যোগ বলে জানালেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের তরফে শিক্ষক সুজন বেরা বলেন, ‘‘ফেসবুক গ্রুপের সমস্ত সদস্যদের উদ্যোগে আমরা এই ‘ট্রি’ ব্যাঙ্ক চালু করতে পেরেছি। এলাকার চাহিদা অনুযায়ী কয়েক দিন অন্তর এখান থেকে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হবে।’’

Advertisement

এ দিনের কর্মসূচিতে উপস্থিত কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুণ্ডু বলেন, ‘‘অত্যন্ত ভাল উদ্যোগ। এই ভাবে সমাজের সমস্ত মানুষ এগিয়ে এলে আমরা আমাদের চারপাশকে সবুজ করে গড়ে তুলতে পারব। আগামীদিনে এই গ্রুপের মাধ্যমে আমরা প্রশাসনিকভাবে চারা গাছ বিলির সিদ্ধান্ত নিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement